বার বার তিন বার, শি-র পরে পুতিনও

জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে মোদীর। তবে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠকের পরে মোদী জানালেন, দু’দেশের বন্ধুত্ব খুবই মজবুত! 

Advertisement

জোহানেসবার্গ

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০২:০১
Share:

ব্রিকসে পুতিন-মোদী। রয়টার্স

তিন মাসে তিন বার! গত তিন মাসে এই নিয়ে তিন বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Advertisement

জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে মোদীর। তবে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠকের পরে মোদী জানালেন, দু’দেশের বন্ধুত্ব খুবই মজবুত!

গত মে মাসে রাশিয়ার সোচিতে মোদীর সঙ্গে দেখা হয়েছিল পুতিনের। তবে সে সময়ে একটি ঘরোয়া বৈঠক হয়েছিল। এর পর জুনেই আবার মোদী-পুতিন সাক্ষাৎ হয় চিনের চিংদাও-এ। সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের শীর্ষ সম্মেলনে কথা হয়েছিল তাঁদের।

Advertisement

এর পরে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার জোহানেসবার্গ পৌঁছন মোদী। সেখানেই গত কাল কথা হয় পুতিনের সঙ্গে। বৈঠকের পরেই মোদীর টুইট, ‘‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে আলোচনা হয়েছে, তা সুদূরপ্রসারী ও ফলদায়ক। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব দৃঢ়। ভবিষ্যতেও এই দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে।’’

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার একটি টুইটে জানিয়েছেন, দু’দেশের দুই নেতা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে একটি সার্বিক আলোচনা করেছেন। যার মধ্যে উঠে এসেছে— বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা ও পর্যটনের বিষয়গুলি।

চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গেও ভারত-চিন বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে মোদীর। ওই সম্মেলনেই বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কী ভাবে বাড়ানো যাবে, তা নিয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গেও আলোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন