আবু ধাবির মন্দিরে শিলাপুজো মোদীর

সংযুক্ত আরব আমিরশাহিতে এখনও পর্যন্ত একটি মাত্র হিন্দু মন্দির রয়েছে। সেটি দুবাইয়ে। মোদী ক্ষমতায় আসার পরেই আবু ধাবিতে মন্দির গড়া নিয়ে আলোচনা শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩২
Share:

মুসলিম রাষ্ট্রে সফরে গিয়েও হিন্দুত্বের পতাকা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চার দিনের পশ্চিম এশিয়া (তিনটি দেশ) সফর শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে। ব্যস্ত কর্মসূচির মধ্যেও আবু ধাবি সফরে কিছুটা সময় আলাদা করে রেখেছেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহির রাজধানীতে প্রথম যে হিন্দু মন্দিরটি হতে চলেছে, তার শিলাপুজো করবেন নরেন্দ্র মোদী।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহিতে এখনও পর্যন্ত একটি মাত্র হিন্দু মন্দির রয়েছে। সেটি দুবাইয়ে। মোদী ক্ষমতায় আসার পরেই আবু ধাবিতে মন্দির গড়া নিয়ে আলোচনা শুরু হয়। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহি সফরে যান মোদী। তার পরই সে দেশের সরকার ঘোষণা করে, তারা হিন্দু মন্দির গড়ার জন্য বিশ হাজার বর্গ মিটার জমি বরাদ্দ করছে আল ওয়াথবা-য়। বেসরকারি উদ্যোগে এই মন্দির গড়া হবে বলে জানানো হয় সে সময়। এই মুহূর্তে সে দেশে প্রায় ২৬ লক্ষ ভারতীয় রয়েছেন, যা সেখানকার জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। এঁদের একটা বড় অংশই হিন্দু।

প্যালেস্তাইন থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহি হয়ে প্রধানমন্ত্রী যাবেন ওমান। আমিরশাহি সফরের সময় দুবাইয়েও যাবেন মোদী। সেখানে ১১ ফেব্রুয়ারি ১৮০০ অনাবাসী ভারতীয়ের সামনে তাঁর বক্তৃতা দেওয়ার কথা।

Advertisement

মোদী ক্ষমতায় আসার পর থেকেই ইজরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় এসেছে। এর উল্টো দিকটাও রয়েছে। বিদেশ মন্ত্রক ঘরোয়া ভাবে জানাচ্ছে, ইজরায়েলের সঙ্গে বাড়তি ঘনিষ্ঠতা দূরত্ব বাড়াচ্ছে মুসলিম বিশ্ব তথা পশ্চিম এশিয়ার সঙ্গে। পাশাপাশি ঘয়োরা রাজনীতিতে সংখ্যালঘু এবং অসাম্প্রদায়িক হিন্দু মননে যাতে বিরূপ মনোভাব তৈরি না হয়, ভোটের আগে সেটাও মাথায় রাখতে হচ্ছে মোদীকে। সে কারণেই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্তাইনেও যাবেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন