NASA Layoffs

২০ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলছে নাসা, ট্রাম্প ফের প্রেসিডেন্ট হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার

দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প প্রশাসনিক ব্যয়সঙ্কোচের কথা বলেছিলেন। তারই অঙ্গ হিসাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের এই কুলীন প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৪:৪২
Share:

ট্রাম্প ফের প্রেসিডেন্ট হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার কর্মীছাঁটাইয়ের পথে হাঁটছে নাসা। —ফাইল চিত্র।

ফের ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুক্রবার নাসার এক মুখপাত্র জানিয়েছেন, অন্তত ২০ শতাংশ কর্মী অবসরে যাচ্ছেন। দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প প্রশাসনিক ব্যয়সঙ্কোচের কথা বলেছিলেন। তারই অঙ্গ হিসাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের এই কুলীন প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

নাসার একটি সূত্র মারফত জানা গিয়েছে, সংস্থার ৩৮৭০ জন কর্মীকে সরকারের পদত্যাগ সংক্রান্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে অবসরে যেতে বলা হয়েছে। এ ক্ষেত্রে অবসরকালীন কিছু সুবিধা পাবেন ওই কর্মীরা। তবে এই প্রকল্পে জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখার পর কিছু কর্মীকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে নাসা। তেমন হলে ওই সংখ্যাটার খানিক হেরফের হতে পারে। তবে কর্মীসংখ্যা হ্রাস করার পরেও প্রায় ১৪ হাজার মানুষ নাসায় কর্মরত থাকবেন।

নাসার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সংস্থাকে আরও দক্ষ করে তুলতেই এই পদক্ষেপ। যদিও এই সিদ্ধান্তে নাসার বিভিন্ন অভিযান সুরক্ষা সংক্রান্ত দিকে ফাঁক থেকে যেতে পারে বলে আশঙ্কা অনেকের। নাসা জানিয়েছে, সুরক্ষার বিষয়টি তাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। গত জানুয়ারি মাসে ট্রাম্প দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে ঢোকার পর নাসার ৮৭০ জন কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement