ফ্লরিডায় চালু নয়া অস্ত্র আইন

মাস খানেক আগে ফ্লরিডারই পার্কল্যান্ডের স্কুলে ঢুকে গুলি চালিয়ে ১৭ জনকে মেরে ফেরেছিল ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র। তার পরেই ওই প্রদেশে অস্ত্র আইনে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

অরল্যান্ডো শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৩:২৯
Share:

দিন কয়েক আগেই স্টেট সেনেটে পাশ হয়েছিল নয়া বিল। অপেক্ষা ছিল গভর্নরের সইয়ের। অবশেষে ফ্লরিডার সেই বিলে সই করলেন গভর্নর রিক স্কট।

Advertisement

মাস খানেক আগে ফ্লরিডারই পার্কল্যান্ডের স্কুলে ঢুকে গুলি চালিয়ে ১৭ জনকে মেরে ফেরেছিল ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র। তার পরেই ওই প্রদেশে অস্ত্র আইনে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন। বন্দুক কেনার বয়স সীমা ১৮ থেকে ২১-এ বাড়ানো থেকে শুরু করে ওই প্রদেশের স্কুলগুলিতে কর্মচারীদের হাতে অস্ত্র দেওয়ার কথাও বলা হয়েছে নতুন আইনে। বাম্প স্টকেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু যে সেমিঅটোম্যাটিক রাইফেল থেকে সে দিন ক্রুজ গুলি চালিয়েছিল, সেই ধরনের অস্ত্র কেনা এখনও নিষিদ্ধ হল না ফ্লরিডায়।

নতুন বন্দুক আইনে ‘ক্রেতার বয়স কমপক্ষে ২১ হতে হবে’ এই ধারার জন্য ইতিমধ্যেই ফ্লরিডার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল রাইফ্‌ল অ্যাসোসিয়েশন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন