NCP Bangladesh

জাতীয় সংসদের নির্বাচনে নতুন একটি দলের সঙ্গে সমঝোতার পথে এনসিপি, ‘ইতিবাচক আলোচনা’র বার্তা

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহম্মদ রাশেদ খান বা এনসিপির কোনও নেতা অবশ্য এখনও আনুষ্ঠানিক ভাবে সমঝোতা নিয়ে কোনও কথা বলেননি। প্রসঙ্গত, গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে জামাত ও এনসিপি-র মতের মিল দেখা যাচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২৩:৪৭
Share:

— ফাইল চিত্র।

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে সমঝোতার রাস্তা খোলা রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের দল গত বছরের জুলাই-অগস্ট আন্দোলনের আর এক শক্তি গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও প্রকাশিত কয়েকটি খবরে দাবি।

Advertisement

জাতীয় সংসদের নির্বাচনে অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি সমঝোতা করবে না বলে চলতি মাসের গোড়ায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন। যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি ভিন্ন অবস্থানের বার্তা দিয়ে জানান, সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে সমঝোতার রাস্তা খোলা রাখছেন তারা। সেই তালিকায় যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামি’ (‘জামাত’ নামেই যা পরিচিত) রয়েছে, সে বিষয়েও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহম্মদ রাশেদ খান বা এনসিপির কোনও নেতা অবশ্য এখনও আনুষ্ঠানিক ভাবে সমঝোতা নিয়ে কোনও কথা বলেননি। প্রসঙ্গত, গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে জামাত ও এনসিপি-র মতের মিল দেখা যাচ্ছিল। ফলে তাদের রাজনৈতিক জোট হিসেবেও মনে করা হচ্ছিল। আচমকাই তাল কাটে জুলাই সনদে সই করা না করা নিয়ে। সূত্রের খবর, এনসিপি নেতৃত্ব ধরে নিয়েছিলেন, আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জামাত জুলাই সনদে সই করবে না। সই না করার ব্যাপারে এনসিপি অনড় থাকলেও জামাত সিদ্ধান্ত বদল করে সনদে স্বাক্ষর করে। এর পরে জামাতকে নিশানা করে সমাজমাধ্যমে এনসিপির কয়েক জন নেতা সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না। যে মাটিতে শহিদদের রক্ত মিশে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনওই স্থান পাবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement