Minneapolis

মিনিয়াপোলিস-কাণ্ডে প্রকাশ্যে নয়া ভিডিয়ো

শুক্রবার স্থানীয় কিছু সংবাদমাধ্যম গুডকে গুলি করার আগের মুহূর্তের সেই ভিডিয়োটি প্রকাশ্যে এনেছে। পরে হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগও সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি পোস্ট করে, যা সামনে আসতেই হইচইপড়ে গিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৮:৪২
Share:

নিহত মহিলা । — ফাইল চিত্র।

আমেরিকার মিনিয়াপোলিসে বুধবার অভিবাসন দফতর (আইসিই)-র এক কর্তার গুলিতে নিহত হন ৩৭ বছরের এক মহিলা। এ বার সেই ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে শুক্রবার। ৪৭ সেকেন্ডের ওই ভিডিয়োতে রেনি নিকোল গুড নামের ওই মহিলাকে তাঁর গাড়িতে বসেই আইসিই-র অভিযুক্ত কর্তা জোনাথন রসের সঙ্গে কথা বলে দেখা গিয়েছে।

শুক্রবার স্থানীয় কিছু সংবাদমাধ্যম গুডকে গুলি করার আগের মুহূর্তের সেই ভিডিয়োটি প্রকাশ্যে এনেছে। পরে হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগও সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি পোস্ট করে, যা সামনে আসতেই হইচইপড়ে গিয়েছে।

নতুন যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা রেকর্ড করছিলেন গুডের সঙ্গিনী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই অফিসার গুডের গাড়িটিকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে, চারিদিক থেকে খুঁটিয়ে দেখছেন এবং ফোনে ভিডিয়ো রেকর্ডিং করছেন। এর পরেই দুই পক্ষের মধ্যে প্রবল বাদানুবাদ হয়।

এরই মাঝে গুডকে গাড়ি নিয়ে এগোতে দেখা যায়। ঠিক সেই সময়েই ওই আধিকারিক গুডের গাড়ি লক্ষ্য করে গুলি চালান। পরক্ষণেই গুডের গাড়িটি রাস্তায় পার্ক করা অন্য গাড়িগুলিকে ধাক্কা মারে। সেই শব্দও শোনা গিয়েছে ভিডিয়োতে।

ইতিমধ্যে যদিও ওই মহিলার মৃত্যুতে অভিযুক্ত আধিকারিকের পক্ষ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ওই কর্তা যা করেছেন, তা সম্পূর্ণ আত্মরক্ষার তাগিদেই। কারণ, ওই নিহত যুবতী ইচ্ছাকৃত ভাবে অভিবাসন দফতরের আধিকারিককে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ে নিজের প্রাণ বাঁচাতেই ওই ব্যক্তি গুডের গাড়ির দিকে গুলি ছোড়েন। তাতেই মহিলার মৃত্যু হয়। ট্রাম্পের পাশাপাশি, দেশের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সও ওই আধিকারিকের পাশে দাঁড়িয়ে একই দাবি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন