নাইজেরিয়ায় জঙ্গি হানায় নিহত ৬৪

দেশ জুড়ে খুশির ইদ পালিত হচ্ছে। আর উৎসবের এই বাতাবরণেও থেমে নেই জঙ্গি হামলা। জঙ্গিদের নিশানায় নাইজেরিয়ার উত্তর-পূর্বের গোম্বে এবং দামাতারু শহরতলি। গত ৪৮ ঘণ্টায় ব্যস্ত বাজার এলাকা থেকে শুরু করে প্রার্থনাসভা— কেঁপে উঠেছে আত্মঘাতী বিস্ফোরণে। আর এখনও পর্যন্ত ওই বিস্ফোরণের বলি হয়েছেন অন্তত ৬৪ জন।

Advertisement

সংবাদ সংস্থা

দামাতারু (নাইজেরিয়া) শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ০১:৫৭
Share:

দেশ জুড়ে খুশির ইদ পালিত হচ্ছে। আর উৎসবের এই বাতাবরণেও থেমে নেই জঙ্গি হামলা। জঙ্গিদের নিশানায় নাইজেরিয়ার উত্তর-পূর্বের গোম্বে এবং দামাতারু শহরতলি। গত ৪৮ ঘণ্টায় ব্যস্ত বাজার এলাকা থেকে শুরু করে প্রার্থনাসভা— কেঁপে উঠেছে আত্মঘাতী বিস্ফোরণে। আর এখনও পর্যন্ত ওই বিস্ফোরণের বলি হয়েছেন অন্তত ৬৪ জন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ইদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল দেশ জুড়ে। ফলে কেনাকাটা করতে অনেকেই জমা হয়েছিলেন বাজার বা দোকানে। পাশাপাশি, প্রার্থনার জন্যও সবাই মসজিদে জড়ো হচ্ছেন। তাই ভিড়ে ঠাসা এলাকাগুলিকেই নিশানা বানিয়েছে জঙ্গিরা।

আজ সকালে দামাতারুর দু’টি প্রার্থনাসভায় বিস্ফোরণ হয়। প্রার্থনার জন্য এ দিন সেখানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। কিন্তু তার কিছু ক্ষণ পরেই বিস্ফোরণ। প্রাণ হারান অন্তত ১২ জন। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে দু’জন মহিলা আত্মঘাতী জঙ্গি ওই প্রার্থনাসভায় বিস্ফোরণ ঘটিয়েছে।

Advertisement

তার কয়েক ঘণ্টা আগেই বিস্ফোরণ হয় গোম্বের একটি ব্যস্ত বাজার এলাকায়। সেখানে তখন জোরকদমে বিকিকিনি চলছে। বিস্ফোরণের পরেই অনেকেই লুটিয়ে পড়লেন রক্তাক্ত অবস্থায়। আশপাশ থেকে লোকজন ছুটে যায় তাঁদের উদ্ধার করতে। তার মধ্যেই আবার একটি বিস্ফোরণ। এ বার ওই জুতোর দোকানের ঠিক উল্টো দিকেরই একটি দোকানে। কেঁপে ওঠে গোটা এলাকা। ওই হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ জন। জঙ্গি হানায় জখম হয়েছেন অন্তত ৭৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এখনও কোনও জঙ্গিগোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে, ওই হামলাগুলির পিছনে বোকো হারাম জঙ্গিগোষ্ঠীরই হাত রয়েছে। কারণ রমজান মাস জুড়ে বোকো হারামের হামলায় বিধ্বস্ত নাইজেরিয়া। গত এক মাসে জঙ্গি হামলার বলি শতাধিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন