নাইটক্লাবে গুলি, ব্রাজিলে নিহত ১৪

নাইটক্লাবের ভিতর তখন প্রায় জনা পনেরো বন্দুকবাজ। আতঙ্ক, কান্না, হুড়োহুড়িতে আধ ঘণ্টা অতিক্রান্ত হলে দেখা গেল, ঘটনাস্থলেই লুটিয়ে অন্তত ১২টি দেহ। গুলিতে জখম আরও বেশ কয়েক জন মেঝেয় কাতরাচ্ছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

ফোর্তালেজা (ব্রাজিল) শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ০২:৩৬
Share:

রাত তখন দেড়টা। সপ্তাহান্তের পার্টি সবে জমতে শুরু করেছে ব্রাজিলের ফোরে দো গাগো নাইটক্লাবে। আচমকা গুলির শব্দে বদলে গেল পরিবেশ। নাইটক্লাবের ভিতর তখন প্রায় জনা পনেরো বন্দুকবাজ। আতঙ্ক, কান্না, হুড়োহুড়িতে আধ ঘণ্টা অতিক্রান্ত হলে দেখা গেল, ঘটনাস্থলেই লুটিয়ে অন্তত ১২টি দেহ। গুলিতে জখম আরও বেশ কয়েক জন মেঝেয় কাতরাচ্ছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়। শনিবার উত্তর-পূর্ব ব্রাজিলের সিয়েরা স্টেটের ফোর্তালেজা শহরে ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। যাঁদের মধ্যে চার মহিলা-সহ দুই কিশোরও ছিল। সম্প্রতি এত বড় হামলার ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে তিনটি গাড়িতে চেপে দুষ্কৃতীরা নাইটক্লাবে পৌঁছায়। সঙ্গে আগ্নেয়াস্ত্র। কিন্তু কেন হামলা? প্রশাসনের দাবি, সম্ভবত মাদক পাচারকারী দু’টি দলে সংঘর্ষের জেরেই এই হামলা। তবে নিহতেরা সাধারণ মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন