International

পাকিস্তানকে কোনও যুদ্ধবিমান দেওয়া হচ্ছে না, জানিয়ে দিল রাশিয়া

পাকিস্তানকে কোনও যুদ্ধবিমান দিচ্ছে না রাশিয়া। কোনও আধুনিক বিমানও দেওয়া হচ্ছে না। জানালেন রাশিয়ার সামরিক সরঞ্জাম নির্মাতা সংস্থা রসটেক কর্পোরেশনের সিইও সের্গেই চেমেজভ। পাকিস্তানের সঙ্গে অন্য কোনও সামরিক চুক্তির পরিকল্পনাও রাশিয়ার আপাতত নেই বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ১৩:৪৩
Share:

—প্রতীকী ছবি।

পাকিস্তানকে কোনও যুদ্ধবিমান দিচ্ছে না রাশিয়া। কোনও আধুনিক বিমানও দেওয়া হচ্ছে না। জানালেন রাশিয়ার সামরিক সরঞ্জাম নির্মাতা সংস্থা রসটেক কর্পোরেশনের সিইও সের্গেই চেমেজভ। পাকিস্তানের সঙ্গে অন্য কোনও সামরিক চুক্তির পরিকল্পনাও রাশিয়ার আপাতত নেই বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে কিছু হেলিকপ্টার কিনেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এর পর রাশিয়ার কাছ থেকে পাকিস্তান যুদ্ধবিমান কিনতে চলেছে বলেও শোনা যাচ্ছিল। সেপ্টেম্বেরে পাকিস্তানে এসে পাক বাহিনীর সঙ্গে রুশ সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ায় সেই জল্পনা আরও বেড়েছিল। কিন্তু সে জল্পনা নস্যাৎ করে দিল রাশিয়া। সের্গেই চেমেজভ বলেছেন, ‘‘আমরা পাকিস্তানকে কোনও আধুনিক এয়ারক্র্যাফ্ট বা যুদ্ধবিমান দিচ্ছি না। আমরা তাদের হেলিকপ্টার দিয়েছি, কিন্তু সেগুলি পরিবহণের জন্য নির্মিত (যুদ্ধের জন্য নয়) এবং সেই চুক্তি শেষ হয়ে গিয়েছে।’’ পাকিস্তানকে যুদ্ধবিমান দেওয়ার জল্পনা নস্যাৎ করে তিনি বলেছেন, ‘‘পাকিস্তানকে অন্য কোনও রকমের সামরিক সরঞ্জাম সরবরাহ করার চুক্তি আমরা করিনি, পরিকল্পনাও নেই।’’

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়া সম্পর্কে তিনি জানান, ওই মহড়া সন্ত্রাসবাদ বিরোধী মহড়া ছিল। আইএস এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে কী ভাবে লড়তে হবে, পাক সেনাকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে প্রয়োগ করার মতো কোনও কৌশল পাক বাহিনীকে শেখানো হয়নি বলে রসটেক কর্তা জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: তিন লক্ষ সৈন্যকে ছাঁটাই করছে চিন, পরিবর্তে প্রযুক্তিতে জোর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন