International News

গ্রিন কার্ড লটারি অবিলম্বে বন্ধ করে দেব, ঘোষণা ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্টের

নিউ ইয়র্কের হামলাকারী গ্রিন কার্ড লটারি ব্যবস্থার সুযোগ নিয়ে আমেরিকায় ঢুকেছিল। তাই ওই ব্যবস্থাই তুলে দেওয়ার পথে এগোচ্ছেন ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৪:৩৭
Share:

নিউ ইয়র্ক হামলার পর গ্রিন কার্ড দেওয়ার উপর আরও বিধিনিষেধ আরোপ করতে চলেছে ওয়াশিংটন। ছবি: রয়টার্স।

আশঙ্কাই সত্যি হওয়ার পথে। নিউ ইয়র্ক হামলার পরে আরও কট্টরবাদের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন পিছিয়ে পড়া দেশের নাগরিকদের জন্যও আমেরিকার দরজা খুলে রাখার জন্য যে ‘গ্রিন কার্ড লটারি’-র ব্যবস্থা রয়েছে মার্কিন মুলুকে, তা বন্ধ করে দেওয়া হবে। ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় ম্যানহাটানের রাস্তায় ট্রাক নিয়ে হত্যালীলা চালানোর অভিযোগ এখন যে যুবক মার্কিন প্রশাসনের কব্জায়, সেই সায়ফুল্লো হাবিবুল্লায়োভিচ সাইপভ উজবেকিস্তান থেকে আমেরিকায় এসেছিল এবং গ্রিন কার্ড লটারির মাধ্যমেই সে আমেরিকায় থাকার ছাড়পত্র পেয়েছিল বলে জানিয়েছেন ট্রাম্প। গ্রিন কার্ড লটারি বন্ধ করে দিতে এই দৃষ্টান্তই ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে, বলছে ওয়াকিবহাল মহল।

নিউ ইয়র্কের হামলাকারীকে বুধবার ‘পশু’ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। ক্যাবিনেট বৈঠকে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই আলাপচারিতায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘যুক্তরাষ্ট্রীয় এবং স্থানীয় প্রশাসনের কর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে আমার প্রশাসন এই হামলার তদন্ত শুরু করেছে এবং যে পশুটা এই হামলা চালাল, তার বিষয়েও আরও খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।’’ আমেরিকায় যারা এই ধরনের হামলা চালাবে, তাদের আরও দ্রুত এবং আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন বিচার বিভাগ যে প্রক্রিয়ায় এই অভিযুক্তের বিচার করবে, তাতে শেষ পর্যন্ত কঠোর সাজা হবে কি না, তা নিয়েও ট্রাম্প সংশয় প্রকাশ করেন।

Advertisement

আরও পড়ুন: খুব ভাল লাগে এই দেশ, বলত সেফুল্লো

যাদের আমেরিকায় ঢুকতে দিলে আমেরিকার বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা, তাদের আমেরিকা প্রবেশ যে কোনও মূল্যে আটকানো হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

আরও পড়ুন: আমেরিকায় ফের হামলা, কলোরাডোর ওয়ালমার্টে চলল গুলি, হত ৩

বিভিন্ন দেশের মেধাবী মানবসম্পদকে আমেরিকা বরাবরই নিজেদের দেশে স্থায়ী ভাবে থাকার অনুমতি দেয়। কিন্তু এমন অনেক দেশই রয়েছে, যেখান থেকে মেধার ভিত্তিতে আমেরিকায় যাওয়ার সুযোগ খুব বেশি মানুষের হয় না। মার্কিন জনসংখ্যার বৈচিত্রের স্বার্থে ১৯৯০ সালে আমেরিকা ‘ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম’ নেয়। সেই কর্মসূচির আওতাতেই গ্রিন কার্ড লটারির মাধ্যমে পিছিয়ে পড়া কিছু দেশের নাগরিকদের আমেরিকা থাকার বন্দোবস্ত করে থাকে ওয়াশিংটন। নিউ ইয়র্কের হামলাকারী এই গ্রিন কার্ড লটারির সুযোগ নিয়েই আমেরিকায় ঢুকেছিল বলে জানার পর, ওই ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে জোর সওয়াল করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিন কার্ড লটারি ব্যবস্থা বন্ধ করে দেওয়ার লক্ষ্যে অবিলম্বে কাজ শুরু করুক প্রশাসন, নির্দেশ ট্রাম্পের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন