International

দূর পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় বানিয়ে ফেলেছি, হুঙ্কার উত্তর কোরিয়ার

আবার হুঙ্কার উত্তর কোরিয়ার। ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) এক রকম বানিয়েই ফেলেছে উত্তর কোরিয়া। চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে আইসিবিএম বানানোর কাজ। রবিবার এ কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এও জানিয়েছেন, গত বছরেই দেশের পরমাণু অস্ত্রের ভাঁড়ারে করা হয়েছে বেশ কয়েকটি সংযোজন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ১৮:৩৬
Share:

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন।

আবার হুঙ্কার উত্তর কোরিয়ার।

Advertisement

ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) এক রকম বানিয়েই ফেলেছে উত্তর কোরিয়া। চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে আইসিবিএম বানানোর কাজ। রবিবার এ কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এও জানিয়েছেন, গত বছরেই দেশের পরমাণু অস্ত্রের ভাঁড়ারে করা হয়েছে বেশ কয়েকটি সংযোজন।

রবিবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া তাঁর আধ ঘণ্টার ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমরা আইসিবিএম উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি।’’

Advertisement

সরাসরি নামোল্লেখ না করলেও, তাঁর লক্ষ্য যে আমেরিকাই, তা বুঝিয়ে দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘‘উত্তর কোরিয়ার সামরিক শক্তি এখন গোটা প্রাচ্যেই সমীহ আদায় করার জায়গায় পৌঁছে গিয়েছে। প্রধান শত্রুরও (পড়ুন, আমেরিকা) আমাদের চুল ছোঁওয়ার ক্ষমতা নেই।’’ গত বছরেই দু’-দু’বার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বেশ কয়েক বার।

আরও পড়ুন- কোনও কম্পিউটার নিরাপদ নয়! গোপন কথা হাতে হাতে পাঠান: ট্রাম্প

তবে আইসিবিএম বানিয়ে ফেলার পথে পিয়ংইয়ং সত্যি-সত্যিই কতটা দূর এগিয়েছে, তা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে অবশ্য যথেষ্টই মতবিরোধ রয়েছে। যদিও একটা ব্যাপারে তাঁরা পুরোপুরি নিশ্চিত যে, ২০১১-য় ক্ষমতাসীন হওয়ার পর দেশের পরমাণু অস্ত্র শক্তি অনেক গুণ বাড়িয়ে ফেলতে পেরেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। যা আমেরিকার বাড়িত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন