সম্পর্ক বদল, এ বার কাস্ত্রোর দেশে চললেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়া্দ ফুরনোর আগে আরও একটি ইতিহাস গড়তে চলেছেন বারাক ওবামা।মার্চের মাঝামাঝি এক ঐতিহাসিক সফরে কিউবায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৬
Share:

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়া্দ ফুরনোর আগে আরও একটি ইতিহাস গড়তে চলেছেন বারাক ওবামা।

Advertisement

মার্চের মাঝামাঝি এক ঐতিহাসিক সফরে কিউবায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

ওবামার আসন্ন ওই কিউবা সফরকে হোয়াইট হাউসের তরফে বৃহস্পতিবার ‘ঐতিহাসিক’ আখ্যা দেওয়া হয়েছে। কারণ, গত সাত দশকে এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট পা রাখতে চলেছেন কিউবায়।

Advertisement

কমিউনিস্ট শাসনে থাকা কিউবার সঙ্গে দীর্ঘ চার/পাঁচ দশক মুখ দেখাদেখি বন্ধ ছিল আমেরিকার। ‘ঠাণ্ডা যুদ্ধে’র সময়ে ফিদেল কাস্ত্রোর কিউবা ছিল আমেরিকার ঘোর শত্রু।

আরও পড়ুন- আগের বারই হারিয়ে দিতাম, ওবামাকে চ্যালেঞ্জ ট্রাম্পের

কিন্তু তার পর পরিস্থিতি অনেকটাই বদলে যায় রাউল কাস্ত্রো কিউবায় ক্ষমতাসীন হওয়ার পর। আমেরিকা হাভানায় আর কিউবা ওয়াশিংটনে তাদের দূতাবাসও খোলে। কিছু দিন আগে রাউল কাস্ত্রোও ওয়াশিংটনে ঘুরে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement