প্রত্যয়ী ওবামা

আরও এক বার সুযোগ পেলে, প্রতিযোগিতায় অংশ নিতেন এবং সেখানে সফল হতেন বলেই নিশ্চিত মার্কিন প্রেসি়ডেন্ট বারাক ওবামা। তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার প্রসঙ্গে মঙ্গলবার ইথিওপিয়ায় ওবামা বলেছেন, ‘‘আমি আসলে মনে করি, আমি এক জন সফল প্রেসিডেন্ট। আবার যদি প্রেসিডেন্ট দৌড়ে অংশ নিতাম, আমিই জিততাম। কিন্তু পারব না।’’

Advertisement
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০৩:২৪
Share:

আরও এক বার সুযোগ পেলে, প্রতিযোগিতায় অংশ নিতেন এবং সেখানে সফল হতেন বলেই নিশ্চিত মার্কিন প্রেসি়ডেন্ট বারাক ওবামা। তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার প্রসঙ্গে মঙ্গলবার ইথিওপিয়ায় ওবামা বলেছেন, ‘‘আমি আসলে মনে করি, আমি এক জন সফল প্রেসিডেন্ট। আবার যদি প্রেসিডেন্ট দৌড়ে অংশ নিতাম, আমিই জিততাম। কিন্তু পারব না।’’ আমেরিকার সংবিধান অনুসারে কোনও ব্যক্তি দু’বারের বেশি দেশের প্রেসিডেন্ট হতে পারেন না। তাই পরবর্তী নির্বাচনে ওবামা প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না। যদিও তিনি বলেছেন,‘‘আমেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল আমার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement