আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বার নিজের দেশ কেনিয়ায় যাচ্ছেন বারাক ওবামা। বৃহস্পতিবার কেনিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। বুধবার একটি অনুষ্ঠানে ওবামা জানিয়েছেন, আফ্রিকার সামনে প্রচুর চ্যালেঞ্জ থাকলেও, আফ্রিকাতেই রয়েছে বিশ্বমানের বাজার, অসাধারণ ক্ষমতাসম্পন্ন মানুষ এবং তাঁদের অসম্ভব ধৈর্যশক্তি। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে আফ্রিকার বন্ধন দৃঢ় করার জন্য কী কী করছেন তিনি, জানিয়েছেন তা-ও। আফ্রিকা এবং আমেরিকা, দুই দেশের মানুষদের মধ্যেই প্রচুর সহ্যশক্তি রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। ওবামার মতে, অতীতে বহু বার আফ্রিকা এবং আমেরিকার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু তা-ও আফ্রিকার মানুষ আমেরিকার মানুষদের ভালবাসেন।