নাম বদলের দৌড়ে এ বার পর্বতও!

শহর, রাজ্য বা জেলার নাম পরিববর্তনের কথা আকচার শোনা যায়। কিন্তু পর্বতের নাম পরিবর্তন! এমনটা বোধ হয় খুব কমই শোনা গিয়েছে। নাম বদলের তালিকায় এ বার আস্ত একটি পর্বতও ঢুকে গেল। আর এই নামকরণে পৌরোহিত্য করবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ১৩:১৪
Share:

মাউন্ট ম্যাকিনলে। ছবি: রয়টার্স।

শহর, রাজ্য বা জেলার নাম পরিববর্তনের কথা আকচার শোনা যায়। কিন্তু পর্বতের নাম পরিবর্তন! এমনটা বোধ হয় খুব কমই শোনা গিয়েছে। নাম বদলের তালিকায় এ বার আস্ত একটি পর্বতও ঢুকে গেল। আর এই নামকরণে পৌরোহিত্য করবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Advertisement

মাউন্ট ম্যাকিনলে। উত্তর আমেরিকার আলাস্কা রেঞ্জের উচ্চতম পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার উচ্চতার এই পর্বতের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন আলাস্কার বাসিন্দারা। অবশেষে তাঁদের এই দাবি পূরণ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্টের হাত ধরে। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্টের আলাস্কা সফরে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক ভাবে মাউন্ট ম্যাকিনলে-র নামকরণ হতে চলেছে ‘ডেনালি’। এর অর্থ ‘বিরাট’। এই ম্যাকিনলে পর্বতকে কেন্দ্র করেই কয়েক হাজার বছরের প্রাচীন কোয়ুকুন আথাবাস্কান জনজাতির বিস্তার হয়েছিল। আলাস্কার প্রাচীন ঐতিহ্যও জড়িয়ে রয়েছে ডেনালি নামটির সঙ্গে।

Advertisement

১৮৯৬ সালে আলাস্কা রেঞ্জের এই উচ্চতম পর্বতের নামকরণ হয় তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলে-র নামানুসারে। কিন্তু আশ্চর্যের বিষয়, ম্যাকিনলে কোনও দিনই আলাস্কায় পা রাখেননি। তাঁর নামেই আস্ত একটা পর্বতের নামকরণ হল! এই বিষয়টি আলাস্কাবাসীদের খুব একটা পছন্দ হয়নি। ম্যাকিনলে তাঁর কার্যকালীন অবস্থায় খুন হন। তাঁর মৃত্যুর পর থেকেই পর্বতের নাম পরিবর্তনের দাবি আরও জোরাল হয়। অবশেষে আশার আলো দেখালেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement