Greta Thunberg

কুরুচিকর ছবি গ্রেটার, ক্ষমাপ্রার্থনা

বিতর্কিত ছবিটিতে গ্রেটার মতো বিনুনি করা অর্ধনগ্ন এক নারীমূর্তির পিঠের উপরে ‘গ্রেটা’ কথাটি লেখা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মন্ট্রিয়ল শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ০২:২৪
Share:

গ্রেটা থুনবার্গ।

কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে যৌন ইঙ্গিত করে আঁকা হয়েছিল কানাডার একটি তেল ও গ্যাস পরিষেবা সংস্থার প্রতীক। তা নিয়ে তীব্র সমালোচনা হওয়ার পরে বিবৃতি দিয়ে ক্ষমা চাইল সংস্থাটি। তবে কিছুটা দায় এড়ানোর সুর রয়েছে বিবৃতিতে। সংস্থাটি বলেছে, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে অনেকেই ওই ছবিটির প্রতিলিপি তৈরি করে তার সঙ্গে আমাদের প্রতীক জুড়ে দিচ্ছে। এর সঙ্গে আমাদের যোগ নেই।’’

Advertisement

বিতর্কিত ছবিটিতে গ্রেটার মতো বিনুনি করা অর্ধনগ্ন এক নারীমূর্তির পিঠের উপরে ‘গ্রেটা’ কথাটি লেখা হয়েছে। দেখা যাচ্ছে, দু’টি বিনুনি টেনে রেখেছে দু’টি হাত। তার নীচে রয়েছে সংস্থাটির নাম— ‘এক্স-সাইট এনার্জি সার্ভিসেস’। ইন্টারনেটে তা ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র নিন্দা। তার পরেই সংস্থাটি বিবৃতি দিয়ে বলে, ‘‘আমরা জানি, ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। যে যন্ত্রণা হয়তো আমরা দিয়ে ফেলেছি, তার জন্য ক্ষমাপ্রার্থী। এর নিন্দা করছি। ওই ছবির যতগুলো জলছাপ ছড়িয়েছে, সব নষ্ট করে দেওয়া হবে। সংস্থার পরিচালন কর্তৃপক্ষ পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, যাতে তা করা হয় এবং এর জন্য সংস্থায় রদবদলও করা হয়েছে। কর্মীদের জন্য আচরণবিধিও আনা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন