বগুড়ায় শিয়া মসজিদে গুলি, নিহত মুয়াজ্জিন

বগুড়ায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে সন্ধ্যার নমাজের সময় এলোপাতাড়ি গুলি চালাল তিন আততায়ী। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০২:৪৩
Share:

বগুড়ায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে সন্ধ্যার নমাজের সময় এলোপাতাড়ি গুলি চালাল তিন আততায়ী। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।

Advertisement

এর আগে মহরমের আগের রাতে পুরনো ঢাকার হোসেনি দালানে শিয়া সমাবেশে বোমা হামলা চালানো হয়েছিল। সে ঘটনায় দু’জন নিহত ও বহু মানুষ জখম হন। আইএস-এর নামে এ ঘটনার দায় স্বীকার করা হলেও পুলিশ এ দিনই জানিয়েছে, এটা জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গিদের কাজ। এ দিনই জেএমবি-র সামরিক শাখার প্রধান মাহফুজ ওরফে শাহাদাত ওরফে রেজাউল ওরফে মেম্বার পুলিশের সঙ্গে লড়াইয়ে মারা গিয়েছেন। ঢাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পাঁচ জেএমবি জঙ্গি গ্রেফতার হয়েছে। তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বগুড়ার শিয়া মসজিদে এই হামলা।

স্থানীয়রা জানিয়েছেন, বগুড়ার শিয়া-সুন্নি ভেদাভেদ কোনও দিন ছিল না। এখনও নেই। কিন্তু শিবগঞ্জের মসজিদে গত কয়েক মাস ধরেই উড়ো ফেনে হুমকি দেওয়া হচ্ছিল। তবে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এ দিন নমাজ শুরুর পর তিন জন বন্দুকধারী মসজিদে ঢুকে গুলি চালাতে থাকে। আট দশটি গুলি চালিয়েই তারা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন