Grey And Green

জুতোর রং নিয়ে আড়াআড়ি বিভক্ত নেটিজেন, আপনি কী রং দেখছেন?

অনেকেই এই মস্তিষ্কের ডান দিক বাম দিকের প্রভাবের বিষয়টিকে মানতে চাননি। একজন ছবিটির কালার ব্যালান্স পরিবর্তন করে দেখাতে চেয়েছেন দৃষ্টি ভ্রম নয় বিষয়টি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১৯:০৮
Share:

জুতোর রং নিয়ে মতান্তর সোশ্যাল মিডিয়ায়। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

ফের একবার ‘দৃষ্টি ভ্রম’-এর প্রশ্নে আড়াআড়ি বিভক্ত ইন্টারনেট। গতবছর মহিলাদের একটি পোশাকের রং সাদা না নীল, তাই নিয়ে একরকম যুদ্ধে নেমে পড়েন নেটিজেনরা। তারপর ফের একবার ইন্টারনেট ব্যবহারকারীরা বিভক্ত একটি জুতো রং নিয়ে।

Advertisement

ফেসবুকে ১ মে একটি জুতোর ছবি পোস্ট করা হয়েছে থটস অফ লাইফ নামে একটি পেজে। সঙ্গে লেখা হয়েছে, যদি আপনার মস্তিষ্কের ডান অংশ বেশি প্রভাবশালী হয় তবে আপনি জুতোর রং দেখবেন গোলাপী ও সাদা। কিন্তু মস্তিষ্কের বাম অংশটি যদি বেশি প্রভাবশালী হয়, তবে আপনি জুতোর রং দেখবেন ধূসর ও সবুজ। নিজের সঙ্গীদের সঙ্গে বিষয়টি পরীক্ষা করে দেখতেও বলা হয় ওই পোস্টে।

এই পোষ্ট ইতিমধ্যেই প্রায় সাড়ে ৪ লক্ষ শেয়ার হয়েছে। অর্থাত্ বোঝাই যাচ্ছে সবাই দেখতে চাইছেন, তিনি যা দেখছেন অন্যরাও তাই দেখছেন কিনা! পোস্টটিতে ৪ লক্ষ মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা।তার মধ্যে একজন লিখেছেন, আমি ধূসর ও সবুজ দেখছি, আমার স্বামী গোলাপী ও সাদা দেখছে। কেউ লিখেছেন, আমি ও আমার মেয়ে আলাদা আলাদা দেখছি।

Advertisement

অনেকেই এই মস্তিষ্কের ডান দিক বাম দিকের প্রভাবের বিষয়টিকে মানতে চাননি। একজন ছবিটির কালার ব্যালান্স পরিবর্তন করে দেখাতে চেয়েছেন দৃষ্টি ভ্রম নয় বিষয়টি।

আরও পড়ুন : এই মহিলার প্যান্টের পকেট থেকে কী বার হল দেখুন...

আরও পড়ুন : দু’বছরের লড়াই সফল, রেলকে ফেরত দিতে হল ৩৩ টাকা

ঘটনা যাই হোক, এই জুতোর ছবি এখন ভাইরাল। আপনি জুতোর রং কী দেখছেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement