International News

ভারতীয় চৌকি উড়িয়ে দেওয়ার দাবি করে ভিডিও পোস্ট করল পাক সেনা

বুধবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঙ্কার ধ্বংসের দাবি করে অভিযোগ করা হয়েছে, ভারতীয় সেনারা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রথমে হামলা চালানোয় বাধ্য হয়েই এই পদক্ষেপ করেছে পাক সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১০:০৪
Share:

ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরণের ছবি। ছবি: টুইটারের সৌজন্যে।

সীমা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনাবাহিনীর বাঙ্কার গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করল পাক সেনা। বুধবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঙ্কার ধ্বংসের দাবি করে অভিযোগ করা হয়েছে, ভারতীয় সেনারা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রথমে হামলা চালানোয় বাধ্য হয়েই এই পদক্ষেপ করেছে পাক সেনা।

Advertisement

সীমান্ত এলাকায় একের পর এক হামলা, অনুপ্রবেশ, হিংসা ও জঙ্গি কার্যকলাপে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। কিছুদিন আগেই ভারত-পাক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংহকে তলব করেছিল পাকিস্তান। একই অভিযোগে পাক হাইকমিশনরকে তলব করে ভারতও।

আরও পড়ুন: জঙ্গিদের ‘নিরাপদ আশ্রয়’ পাকিস্তান, ঘোষণা আমেরিকার

Advertisement

দেখুন সেই ভিডিও ' & !

দেখুন সেই ভিডিও

এ বার সীমান্তরেখা পার করে বিস্ফোরণে ভারতীয় পোস্ট উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ্যে আনল পাক সেনাই। গতকাল পাক সেনার মুখপাত্র মেজর জেলারেল আসিফ গফুর নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন। এই ভিডিও পোস্ট করে গফুর দাবি করেন, ‘ভারতীয় সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করায় আমরা হামলা চালিয়েছি। প্রতিটি হামলার সমুচিত জবাব দেবে পাক সেনা।’

পাকিস্তান সেনার সংবাদ মাধ্যম ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন(আইএসপিআর)-এর দাবি, গত রবিবার পাক সেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত। পাকিস্তানও তার যোগ্য জবাব দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন