Pakistan

ভারত-পাক সংঘাত নিয়ে আচমকাই আবার মুখ খুললেন মুনির, কাশ্মীরকে বললেন ‘ঘাড়ের শিরা’

করাচিতে পাকিস্তান নৌসেনার একটি কর্মসূচিতে পাক সেনাপ্রধান মুনিরের আরও দাবি যে, হামলা চালিয়ে ভারত নিজের ‘দূরদর্শিতার অভাব’ প্রমাণ করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৮:০৪
Share:

আসিম মুনির। — ফাইল চিত্র।

‘প্ররোচনা’ ছাড়াই পাকিস্তানে দু’বার হামলা চালিয়েছে ভারত! এমনটাই দাবি করলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। করাচিতে পাকিস্তান নৌসেনার একটি কর্মসূচিতে তাঁর আরও দাবি যে, এ ভাবে হামলা চালিয়ে ভারত নিজের ‘দূরদর্শিতার অভাব’ প্রমাণ করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিলেন মুনির। সেই সঙ্গে কাশ্মীর নিয়েও আবার সুর চড়ালেন তিনি। দাবি করলেন, কাশ্মীর পাকিস্তানের ‘ঘাড়ের শিরা’।

Advertisement

শনিবার করাচিতে পাক নৌসেনাবাহিনীর একটি কর্মসূচিতে মুনির আবার ভারতের দিকে আঙুল তুলেছেন। উত্তেজনার জন্য তিনি ভারতকেই দায়ী করেছেন। তাঁর আরও দাবি, প্ররোচনা ছাড়া ভারত পাকিস্তানে দু’বার হামলা চালিয়েছে। তবে কোথায়, কখন তা স্পষ্ট করতে শোনা যায়নি তাঁকে। তাঁর কথায়, ‘‘প্ররোচনা থাকা সত্ত্বেও পাকিস্তান সংযম এবং পরিণতমনস্কতার পরিচয় দিয়েছে। আঞ্চলিক শান্তি বজায় রাখার যে লক্ষ্য ছিল, তা বজায় রেখেছে।’’ ভারত ইচ্ছাকৃত উত্তেজনা তৈরি করছে বলেও তিনি দাবি করেছেন।

শনিবার মুনির কাশ্মীর নিয়েও কথা বলেন। তাঁর কথায়, ‘‘কাশ্মীরি ভাইদের আত্মত্যাগ আমাদের স্মরণে রাখা উচিত। তাঁরা ভারতের বেআইনি দখলদারির বিরুদ্ধে লড়াই করছে।’’ তিনি কাশ্মীর নিয়ে প্রস্তাব আনারও দাবি তুলেছেন। তাঁর কথায়, ‘‘কাশ্মীরি মানুষজনের ইচ্ছা এবং রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মেনে কাশ্মীর বিষয়ে প্রস্তাব আনার পক্ষে পাকিস্তান।’’ এখানেই থামেননি তিনি। মুনির দাবি করেন, ‘‘কাশ্মীর আসলে আমাদের ঘাড়ের শিরা। তা-ই থাকবে। আমরা ভুলব না।’’

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। তার পরেই পাকিস্তানের জঙ্গিদের ধরতে সিঁদুর অভিযান শুরু করে ভারত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তিও বাতিল করে। এর পরে ভারতে পাক সীমান্ত সংলগ্ন এলাকায় হামলার চেষ্টা করে পাকিস্তান। সেই চেষ্টা ব্যর্থ করে ভারত। এর আগে বিভিন্ন সময়ে মুনির হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। এ বার ফের নৌসেনার কর্মসূচিতে একই পথেই হাঁটলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement