Pakistan Missile Test

পহেলগাঁও নিয়ে টানাপড়েনের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল! দাবি করল পাকিস্তান, পাল্লা ৪৫০ কিলোমিটার

মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। শনিবার এমনই দাবি করল পাকিস্তান। পহেলগাঁও কাণ্ডের আবহে যখন ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে, তখন ইসলামাবাদের এই দাবি তাৎপর্যপূর্ণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৩:৫০
Share:

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল! দাবি করল পাকিস্তান। —প্রতিনিধিত্বমূলক ছবি।

মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। শনিবার এমনই দাবি করল পাকিস্তান। পহেলগাঁও কাণ্ডের আবহে যখন ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে, তখন ইসলামাবাদের এই দাবি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রটির নাম ‘আবদালি’। পাক সেনার ‘সিন্ধু’ নামক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়।

Advertisement

পাক সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “সেনাবাহিনীর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রযুক্তিগত মাপকাঠিকে বৈধতা দিয়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।” পাক সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “সেনাবাহিনীর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রযুক্তিগত মাপকাঠিকে বৈধতা দিয়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ওই বিবৃতিতে এ-ও বলা হয়েছে যে, প্রযুক্তিগত উন্নতি এবং পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখার পর নিরাপত্তা রক্ষায় পাকিস্তান যে প্রস্তুত, সেই বিষয়ে ‘পূর্ণ আস্থা’ রয়েছে পাক প্রধানমন্ত্রী এবং সামরিক কর্তাদের।

এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কি না, তা স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাক সেনার বেশ কয়েক জন শীর্ষ পদাধিকারী। পহেলগাঁও কাণ্ডের পর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় টানা ন’দিন ধরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। এই ঘটনাকে সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা হিসাবেই দেখছে ভারত। এই আবহে এ বার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করল ইসলামাবাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement