Pakistan

দরকার নেই কাশ্মীর, দেশের চারটি প্রদেশ সামলাক পাকিস্তান: আফ্রিদি

আফ্রিদির মন্তব্য, ‘‘নিজেদের চারটি প্রদেশই ভাল ভাবে সামলাতে পারে না সরকার। সেখানে কাশ্মীরের কী দরকার?’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১৭:০৫
Share:

আফ্রিদির কাশ্মীর মন্তব্যে বিতর্ক পাকিস্তানে। ফাইল চিত্র।

পাকিস্তান সরকারের অস্বস্তি বাড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ইমরান খান সরকারের কাশ্মীরের দাবি ছেড়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পাক সরকারকে তাঁর পরামর্শ, আগে নিজেদের চারটি প্রদেশ ভাল ভাবে সামলানোর কথা ভাবুক ইসলামাবাদ। ব্রিটিশ পার্লামেন্টে একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন আফ্রিদি।

Advertisement

আফ্রিদির এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে। কারণ, ভারত বিরোধিতা এবং কাশ্মীরের অধিকার, এই দু’টি বিষয়ই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আফ্রিদির মন্তব্য, ‘‘নিজেদের চারটি প্রদেশই ভাল ভাবে সামলাতে পারে না সরকার। সেখানে কাশ্মীরের কী দরকার?’’

যদিও এই মন্তব্য করেই থেমে যাননি আফ্রিদি। একই সঙ্গে বলেছেন, ‘‘জঙ্গিদের হাত থেকে দেশকে নিরাপদ ও ঐক্যবদ্ধ রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাকিস্তান।’’

Advertisement

আরও পড়ুন: শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাবে পরাজয় রাজাপক্ষের, রনিলকেই স্বীকৃতি পার্লামেন্টের

ব্রিটিশ পার্লামেন্টে আফ্রিদি অবশ্য জানিয়েছেন, ‘‘ আমি চাই না কাশ্মীর ভারতেও চলে যাক। এটা একটা স্বাধীন দেশও হতে পারে। ওখানকার মানুষের মৃত্যু আসলে সবার কাছেই বেদনার।’’

আরও পড়ুন: ভোটের আগে উত্তপ্ত ঢাকা, বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অগ্নিগর্ভ নয়া পল্টন

কাশ্মীর ইস্যু নিয়ে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন আফ্রিদি। এই বছরের এপ্রিলেই তিনি কাশ্মীরে দমননীতি চালানোর অভিযোগ এনেছিলেন ভারতের বিরুদ্ধে। ২০১৬ সালেও তিনি বলে বসেছিলেন, ক্রিকেট ম্যাচের সময় কাশ্মীরের অধিকাংশ মানুষ আসলে পাকিস্তানকেই সমর্থন করেন। তাই নিয়েও তখন বিতর্ক শুরু হয়েছিল উপমহাদেশ জুড়েই।

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement