Masood Azhar

মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল পাকিস্তান, নিষেধাজ্ঞা চলাফেরাতেও

সমস্ত চলাফেরার উপরও জারি করা হল নিষেধাজ্ঞা এবং কোনও রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির কাছ থেকে অস্ত্র কেনাবেচা করতে পারবে না কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ১৩:২৭
Share:

ইমরান খান ও মাসুদ আজহার। ফাইল চিত্র।

পুলওয়ামা কাণ্ডের মূল চক্রী এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল পাকিস্তান। একই সঙ্গে তার চলাফেরার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে পাক প্রশাসন। গত বুধবারই মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ দিতে বাধ্য হল পাক প্রশাসন ।

Advertisement

পাক বিদেশ মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ‘আপনাদের জানিয়ে রাখা দরকার যে, ২৩৬৮(২০১৭) প্রস্তাব মেনে আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি।’ সেই বিজ্ঞপ্তিতেই পাক প্রশাসনের কর্তাব্যক্তিদের আন্তর্জাতিক নিয়ম মেনে মাসুদ আজহারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর ফলে মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করবে পাকিস্তান। তার সমস্ত চলাফেরার উপরও জারি করা হল নিষেধাজ্ঞা এবং কোনও রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির কাছ থেকে অস্ত্র কেনাবেচা করতে পারবে না কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার।

Advertisement

গত বুধবারই মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। কোনও ব্যক্তিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি। সেই ব্যবস্থা নেওয়ার মধ্যে আছে সম্পত্তি বাজেয়াপ্ত করা, চলাফেরা এবং অস্ত্র কেনাবেচায় নিষেধাজ্ঞা। বুধবার রাষ্ট্রপুঞ্জ এই ঘোষণা করার পর পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলও জানিয়েছিলেন, রাষ্ট্রপুঞ্জের নির্দেশ মাফিক পথেই চলবেন তাঁরা।

আরও পড়ুন: আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কারা? এই তালিকায় মাসুদের অন্তর্ভুক্তিতে কী লাভ হল ভারতের?

মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে গত ১০ বছর ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছিল ভারত। কিন্তু পাকিস্তানের অন্যতম বন্ধু দেশ চিনের আপত্তিতে তা বিভিন্ন সময় আটকে গিয়েছে রাষ্ট্রপুঞ্জে। পুলওয়ামা কাণ্ডের পর নতুন করে চেষ্টা চালায় ভারত। সেই চেষ্টায় ভারত পাশে পায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিকে। এর পরই পাকিস্তান ও মাসুদের পাশ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বেজিং-ও। তার পরই মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুন: ধোনি-মন্ত্রেই মাসুদকে মাত আকবরদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement