ক্ষমতায় এসেই সংবাদমাধ্যমকে স্বাধীনতা ইমরানের

ক্ষমতায় এসেই দেশের সরকারি সংবাদমাধ্যম পাকিস্তান টিভি এবং রেডিয়ো পাকিস্তান-কে পুরোপুরি সম্পাদকীয় স্বাধীনতা দিল ইমরান খান সরকার। পাকিস্তানের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরি টুইটারে জানিয়েছেন, তাঁর মন্ত্রক আগামী তিন মাসে যাবতীয় পদক্ষেপ করবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ০২:২৫
Share:

ইমরান খান

ক্ষমতায় এসেই দেশের সরকারি সংবাদমাধ্যম পাকিস্তান টিভি এবং রেডিয়ো পাকিস্তান-কে পুরোপুরি সম্পাদকীয় স্বাধীনতা দিল ইমরান খান সরকার। পাকিস্তানের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরি টুইটারে জানিয়েছেন, তাঁর মন্ত্রক আগামী তিন মাসে যাবতীয় পদক্ষেপ করবে।

Advertisement

নওয়াজ শরিফের সরকারও এমন প্রতিশ্রুতি দিয়েছিল। কাজের কাজ হয়নি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান টিভির উপরে রাজনৈতিক সেন্সরশিপ বন্ধ করতে চান ইমরান খান। পি টিভি ও রেডিয়ো পাকিস্তানকে সম্পাদকীয় স্বাধীনতা দিতে আগামী তিন মাসে তাঁর মন্ত্রক পদক্ষেপ করতে চলেছে। ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর মতে, এই প্রতিষ্ঠানগুলিকে এখন থেকে আর ‘সরকারের ব্যক্তিগত সম্পত্তি’ হিসেবে দেখা হবে না। পাকিস্তানের ইতিবাচক ছবি তুলে ধরবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement