pakistan

Pakistan Minister: কাঁচি না পেয়ে দাঁত দিয়েই ফিতে কেটে দোকান উদ্বোধন পাকিস্তানের মন্ত্রীর!

কেউ বলছেন, ‘ডাবর লাল দাঁতের মাজনের কামাল’। তো কেউ আবার বলেছেন, ‘বাহ! এ রকমই মন্ত্রী দরকার।’

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:২১
Share:

দাঁত দিয়ে ফিতে কেটে দোকান উদ্বোধন পাকিস্তানের মন্ত্রীর। ছবি সৌজন্য টুইটার।

কাঁচি নয়, দাঁত দিয়ে ফিতে কেটে দোকান উদ্বোধন করলেন পাকিস্তানের এক মন্ত্রী। যা দেখে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। কেউ বলছেন, ‘ডাবর লাল দাঁতের মাজনের কামাল’। তো কেউ আবার বলেছেন, ‘বাহ! এ রকমই মন্ত্রী দরকার।’

Advertisement

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে একটি দোকান উদ্বোধনে গিয়েছিলেন কারামন্ত্রী ফৈয়জ-উল-হাসান। ফিতে কাটার জন্য হাতে বাড়াতেই তাঁকে কাঁচি এগিয়ে দেওয়া হয়। মন্ত্রী কাঁচি দিয়ে ফিতে কাটার চেষ্টা করেন। কিন্তু ফিতে না কাটায় মন্ত্রী আর অপেক্ষা করেননি। উপস্থিত সকলকে চমকে দিয়ে তিনি ফিতেটা ধরে দাঁত দিয়ে কাটা শুরু করে দেন। বেশ কয়েক বার চেষ্টার পর সফলও হলেন।

দাঁত দিয়ে ফিতে কেটে উদ্বোধনের এমন দৃশ্য খুবই বিরল। যা নিয়ে নেটদুনিয়ায় বিপুল চর্চা হচ্ছে। অনেকে কৌতুকের সুরে বলেছেন, বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন পাক মন্ত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন