Operation Sindoor

‘কাপুরুষের মতো হামলা করেছে ভারত, যোগ্য জবাব দেব’, ‘অপারেশন সিঁদুর’-এর মাঝেই হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

শাহবাজ় এক্স হ্যান্ডলে লিখেছেন, “পাকিস্তানের পাঁচটা এলাকায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রু। ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই জবাব দেওয়া শুরু হয়েছে।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০৩:৫৯
Share:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা আঘাত হানার পরেই পাল্টা হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। যোগ্য জবাব দেওয়া হবে।

Advertisement

শাহবাজ় এক্স হ্যান্ডলে লিখেছেন, “পাকিস্তানের পাঁচটা এলাকায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রু। ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই জবাব দেওয়া শুরু হয়েছে। যোগ্য জবাব দেব। পাকিস্তানের সেনার পাশে পুরো দেশ রয়েছে। পাকিস্তানের সকল নাগরিকের মনোবল তুঙ্গে।” শাহবাজ় আরও লিখেছেন, “পাকিস্তান এবং পাকিস্তানি সেনা জানে কী ভাবে শত্রুর মোকাবিলা করতে হয়। আমরা কখনই শত্রুকে তাদের অসৎ লক্ষ‍্য পূরণ করতে দেব না।”

প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, পাকিস্তানের ন’টি জায়গায় আঘাত আনা হয়েছে। যদিও শাহবাজ় সেই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন, পাঁচটি জায়গায় হামলা হয়েছে।

Advertisement

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত করে ভারতীয় বাহিনী। পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে ন‍য়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে বলে ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ‍্যান্ডলে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে বলে কয়েকটি সমাজমাধ‍্যম পোস্টে দাবি করা হয়েছে। তবে মধ‍্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও শহরের নাম উল্লেখ করা হয়নি।

ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালীনই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডলে এ কথা ঘোষণা করা হয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বের গলিতে কামান থেকে গোলাবর্ষণ করছে পাকিস্তান। ভারতীয় সেনা তার জবাব দেওয়া শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারত-পাকিস্তান সীমান্তে বায়ুসেনার সমস্ত ইউনিটকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে কোনও রকম হামলা চালানো হলে যেন তার জবাব দেওয়া যেতে পারে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বার বার সংঘর্ষবিরতি চুক্তি ভেঙেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তারা। তখনও চুপ থাকেনি ভারতীয় সেনা। এ বারও তার জবাব দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement