India-Pakistan Relation

কাশ্মীর সমস্যা না-মিটলে ভারত ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি অসম্ভব! ব্রিটেনে দাবি শাহবাজ়ের, বল ঠেললেন নয়াদিল্লির কোর্টে

শুধু কাশ্মীর প্রসঙ্গ নয়, গাজ়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তাঁর দাবি, ‘‘গাজ়ায় বহু মানুষ মারা গিয়েছেন। তাঁদের খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ করে দেওয়া হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪১
Share:

(বাঁ দিকে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার কথা শোনা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের কণ্ঠে। তবে তিনি মনে করেন, সবার আগে কাশ্মীর সমস্যা সমাধান করার প্রয়োজন রয়েছে। সেই সমস্যা সমাধান হলেই ভারত-পাক সম্পর্ক মজবুত হবে। কাশ্মীরের প্রসঙ্গের সঙ্গেই গাজ়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেন শাহবাজ়।

Advertisement

ব্রিটেনে বসবাসকারী পাকিস্তানিদের উদ্দেশে বক্তৃতা করা সময় শাহবাজ় তোলেন ভারত-পাক সম্পর্কের কথা। সেই কথা বলতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানোর ভারতের দায়িত্ব।’’ পাক প্রধানমন্ত্রীর কথায়, ‘‘ভারত এবং পাকিস্তান প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে শিখতে হবে। কিন্তু যত দিন পর্যন্ত না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে, তত দিন সম্পর্ক স্বাভাবিক হবে না।’’ শাহবাজ়ের কথায়, ‘‘কাশ্মীরিদের রক্ত বৃথা যাবে না।’’

কাশ্মীর সমস্যা সমাধান না-করেই কি ভারত-পাক সম্পর্ক উন্নতি সম্ভব? পাক প্রধানমন্ত্রীর জবাব, ‘‘না! কেউ যদি মনে করেন কাশ্মীর সমস্যা সমাধান না করেই ভারত-পাকিস্তানের সম্পর্ক ভাল করা সম্ভব, তবে তাঁরা ‘বোকার স্বর্গে বাস করছেন’।’’ ভারত ও পাকিস্তানের মধ্যে চারটি যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে খরচ হয়েছে কোটি কোটি টাকা। শাহবাজ়ের মতে, ‘‘যুদ্ধে যে টাকা খরচ হয়েছে, তা পাকিস্তানের নাগরিকদের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য ব্যবহার করা যেত।’’ তাঁর অভিযোগ, ভারত সহযোগিতার পরিবর্তে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। পাক প্রধানমন্ত্রীর কথায়, ‘‘আমরা শান্তিতে থাকতে চাই, না কি লড়াই চালিয়ে যেতে চাই, তা আমাদের উপর নির্ভর করে।’’

Advertisement

শুধু কাশ্মীর প্রসঙ্গ নয়, গাজ়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করতে শোনা যায় শাহবাজ়কে। তাঁর দাবি, ‘‘গাজ়ায় বহু মানুষ মারা গিয়েছেন। তাঁদের খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। গাজ়ায় সব উপার্জনের পথ বন্ধ।’’

২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ভারত প্রথম থেকেই এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে। পহেলগাঁও হত্যালীলার প্রত্যাঘাত হিসাবে ভারত ৭ মে ‘সিঁদুর’ অভিযান করে। ধ্বংস করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিগোষ্ঠী। তার পরেই সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চার দিনের সংঘর্ষের পর উভয় দেশই সংঘর্ষবিরতিতে রাজি হয়। তবে এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। সেই আবহে ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement