Pakistan

ওজন না কমালে পদোন্নতি হবে না এই সংস্থায়!

ওজন না কমালে আটকে যেতে পারে পদোন্নতি! এমনই ফরমান জারি করল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। সম্প্রতি জারি করা সেই ফরমানে বিমানের কেবিন ক্রু’দের আগামী ৬ মাসের মধ্যে ‘স্লিম, স্মার্ট ও ফিট’ হতে বলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৫:৩৫
Share:

এই নির্দেশিকা নড়েচড়ে বসতে বাধ্য করেছে বিমান কর্মীদের।

ওজন না কমালে আটকে যেতে পারে পদোন্নতি! এমনই ফরমান জারি করল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। সম্প্রতি জারি করা সেই ফরমানে বিমানের কেবিন ক্রু’দের আগামী ৬ মাসের মধ্যে ‘স্লিম, স্মার্ট ও ফিট’ হতে বলা হয়েছে।

Advertisement

এই এয়ারলাইন্সের তরফ থেকে কেবিন ক্রু’দের জন্য একটি নির্দিষ্ট ওজনের তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। সেই তালিকার থেকে বেশি ওজন যাঁদের, তাঁদের আগামী ৬ মাসের মধ্যে নিজের ওজন কমাতেই হবে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। ওই তালিকা অনুযায়ী ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার একজন বিমান সেবিকার ওজন ৬০ থেকে ৬৬ কিলোগ্রামের মধ্যে থাকতেই হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তান এয়ারলাইন্সের মুখপত্র মাশুদ তাজওয়ার জানিয়েছেন যে, স্থূল কেবিন ক্রু’দের কেউই বিমানে দেখতে পছন্দ করেন না। তাই নির্দিষ্ট ওজনের থেকে অতিরিক্ত ওজন কোনও কেবিন ক্রু’য়ের থাকলে তাঁকে বিমান কর্মীদের জন্য নির্দিষ্ট চিকিৎসালয়ে পাঠানো হবে ওজন কমানোর জন্য। তার পরেও ওজন কমাতে না পারলে চাকরিও হারাতে হতে পারে তাঁকে। শুধু তাই নয়, প্রতি মাসে তিনি কেমন উন্নতি করছেন তার রিপোর্ট একটি ‘গ্রুমিং সেল’কে দিতে হবে তাঁদের।

Advertisement

আরও পড়ুন: কী ভাবে আফ্রিকা থেকে ইউরোপে পালাতে গিয়েছিল এই দুই কিশোর দেখলে অবাক হবেন

নতুন বছর থেকেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। প্রায় ১৮০০ কেবিন ক্রু’কে এই ফরমান পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। প্রতি মাসে কমপক্ষে ২ কেজি ওজন কমাতেই হবে বলে জানানো হয়েছে তাঁদেরকে।

আরও পড়ুন: ইসলাম ধর্মে সমাজতন্ত্রের ছোঁয়া দিতে উদ্যোগী চিন, দাবি আরও বেশি ‘চৈনিক’ হবে এই ধর্ম!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন