নিরপরাধের উপরে গুলিবৃষ্টি পাক সেনার

দু’এক সেকেন্ডের মধ্যেই এলোপাথাড়ি গুলি ছুটে এল সেনাদের রাইফেল থেকে। বসে থাকা লোকটি লুটিয়ে পড়লেন মাটিতে। বালুচিস্তানের অজ্ঞাতপরিচয় কোনও এক স্থানে ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা 

কোয়েট্টা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৪
Share:

—প্রতীকী ছবি।

হঠাৎ ঘর থেকে টেনে বার করে আনা হল নিরস্ত্র লোকটিকে। তাঁর সামনে সার দিয়ে দাঁড়িয়ে অস্ত্রধারী পাকিস্তানি সেনা।

Advertisement

দু’এক সেকেন্ডের মধ্যেই এলোপাথাড়ি গুলি ছুটে এল সেনাদের রাইফেল থেকে। বসে থাকা লোকটি লুটিয়ে পড়লেন মাটিতে। বালুচিস্তানের অজ্ঞাতপরিচয় কোনও এক স্থানে ঘটনাটি ঘটেছে।

কিন্তু কেন বালুচিস্তানের বাসিন্দা ওই ব্যক্তিকে নির্বিচারে গুলি করে হত্যা করা হল, তার কোনও ব্যাখ্যা নেই কারও কাছে। ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন বিবাগর বালোচ নামে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত এক কর্মী।

Advertisement

তিনি লিখেছেন, ‘‘মর্মান্তিক ভিডিয়োটা দেখুন। পাকিস্তানি সেনা বালুচিস্তানের নিরপরাধ বাসিন্দাকে কী ভাবে হত্যা করছে। পাকিস্তান নিপাত যাক।’’ সঙ্গে হ্যাশট্যাগে তিনি লিখেছেন, #লিকভিডিয়ো (ফাঁস হওয়া ভিডিয়ো)।

ভিডিয়োটির সত্যতা যাচাই করা যায়নি ঠিকই। কিন্তু ঘটনা হল, পাকিস্তানের সেনার হাতে প্রায়শই এমন নিপীড়নের শিকার হতে হয় বালুচিস্তানের বাসিন্দাদের। এ অভিযোগ নিয়ে এখানকার অনেকেই আন্দোলন করছেন। তাঁদের প্রশ্ন, পাক সেনা কেন এ ভাবে অবাধ হত্যালীলা চালিয়ে যাবে?

বালুচ রিপাবলিকান পার্টি, বালুচ ন্যাশনাল মুভমেন্ট, ফ্রি বালুচিস্তান মুভমেন্ট-এর মতো আরও নানা দল এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। মাঝেমধ্যেই এই প্রদেশের নানা জায়গা থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হচ্ছে। অনেক বাসিন্দা উধাও হয়ে যাচ্ছেন বিনা কারণে। পরে তাঁদের দেহ মিলছে।

বালুচিস্তানের রাজনৈতিক দলগুলির দাবি, নিহতের পরিবার এবং মানবাধিকার সংগঠনগুলি এই ধরনের হত্যা নিয়ে ধারাবাহিক ভাবে প্রশ্ন তুললেও পাকিস্তান সরকার সে ভাবে কিছুই করছে না। বালুচের যে সব বাসিন্দাকে অকারণে আটকে রাখা হচ্ছে, তাঁদের মুক্তির ব্যাপারে পাক সরকার কোনও সক্রিয়তা দেখায়নি বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন