Ramayana in Pakistan

পাকিস্তানে ‘রামায়ণ’! মঞ্চস্থ করে সাড়া ফেলে দিল নাট্যদল, কাজে লাগানো হল এআই প্রযুক্তিকেও

‘রামায়ণ’ মঞ্চস্থ হল পাকিস্তানে। ‘মউজ’ নামে পাকিস্তানেরই নাট্যদল রামায়ণের নাট্যরূপ মঞ্চস্থ করল, যা কার্যত সাড়া ফেলে দিয়েছে। বিশেষ ভাবে চর্চিত হচ্ছে ওই নাটকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রযুক্তির ব্যবহার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৯:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

‘রামায়ণ’ মঞ্চস্থ হল পাকিস্তানে। ‘মউজ’ নামে পাকিস্তানেরই নাট্যদল রামায়ণের নাট্যরূপ মঞ্চস্থ করল, যা কার্যত সাড়া ফেলে দিয়েছে। বিশেষ ভাবে চর্চিত হচ্ছে ওই নাটকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রযুক্তির ব্যবহার।

Advertisement

পাকিস্তানের সিন্ধ প্রদেশের অন্তর্গত করাচি শহরের করাচি আর্ট কাউন্সিলে নাটকটি মঞ্চস্থ করে ‘মউজ’। পরিচালক ইয়োহেশ্বর কারেরা বলেন, ‘‘আমার কখনওই মনে হয়নি যে, এখানে রামায়ণ করলে লোকে তা পছন্দ করবে না বা আমাকে হুমকি দেওয়া হবে। বাইরে পাকিস্তানকে অসহনশীল দেশ হিসাবেই দেখানো হয়। আমার এটাই দেখানোর ছিল যে, পাকিস্তান অনেক বেশি সহনশীল একটি রাষ্ট্র।’’

পরিচালক জানান, নাটকটি বিপুল সাড়া ফেলেছে। তাঁর পরিচালনা এবং অভিনেতাদের অভিনয় বহু মানুষেরই ভাল লেগেছে। সীতার চরিত্রে অভিনয় করেছেন নাটকটির প্রযোজক রানা কাজ়মি।

Advertisement

পাকিস্তানের অন্যতম চলচ্চিত্র সমালোচক ওমর আলাভি বলেন, ‘‘যে ভাবে রামায়ণের ভাষ্য তুলে ধরা হয়েছে, তা অভূতপূর্ব। গল্প বলার ধরনও দুর্দান্ত। এ ছাড়া গান, আলোর ব্যবহারও প্রশংসাযোগ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement