Australia Couple Jailed

মেয়েকে বড় হতে বাধা, জেল

আইন অনুযায়ী পরিচয় প্রকাশিত না হলেও তাঁর ব্যালে নাচের পোশাকে কিছু ছবি সামনে এসেছে। সেই সূত্রে কোর্টের রায়ে ব্যালেরিনা নামে উল্লেখ করা হয়েছে মেয়েটিকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৮
Share:

—প্রতীকী চিত্র। Sourced by the ABP

মেয়ের জন্মের পরে তাকেই পুরো সময় দিতে চেয়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন মা। সেই মেয়ের পালন ও পোষণে গুরুতর গাফিলতির অভিযোগে তাঁর মা এবং বাবার কারাদণ্ড হয়েছে অস্ট্রেলিয়ার আদালতে। পার্থের সম্ভ্রান্ত শহরতলির ওই ঘটনায় আদালত বলেছে, মেয়ের স্বাভাবিক ভাবে বড় হয়ে ওঠা রুখে রেখেছিলেন বাবা-মা।

আইন অনুযায়ী পরিচয় প্রকাশিত না হলেও তাঁর ব্যালে নাচের পোশাকে কিছু ছবি সামনে এসেছে। সেই সূত্রে কোর্টের রায়ে ব্যালেরিনা নামে উল্লেখ করা হয়েছে মেয়েটিকে। গত মাসে কোর্ট তাঁর বাবাকে ছ’বছর ও মাকে সাড়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে। তাঁদের বয়স চল্লিশের কোঠায়।

ব্যালেরিনাকে স্কুলে ভর্তিই করানো হয়নি। মেলামেশার সুযোগ ছিল শুধু ব্যালে নাচের ক্লাসে। সেখানে শিক্ষিকা তাকে দিনে দিনে শীর্ণতর হতে দেখে উদ্বিগ্ন হয়ে বাবা-মাকে বলেছিলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। উল্টে চোটপাট করেন তাঁরা। খবর
যায় প্রশাসনে। সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন