জেল প্রাক্তন ট্রাম্প-ঘনিষ্ঠের

ফের বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন মুখ্য প্রচারসচিব পল ম্যানাফোর্ট। আটটি আর্থিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছর জুন থেকে তিনি জেল খাটছেন। কর ফাঁকি এবং ব্যাঙ্ক জালিয়াতি-সহ আরও একাধিক আর্থিক দুর্নীতির দায়ে কাল ম্যানাফোর্টকে ৪৭ মাস কারাদণ্ড দিল ভার্জিনিয়ার এক আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০২:৫৭
Share:

ফের বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন মুখ্য প্রচারসচিব পল ম্যানাফোর্ট। আটটি আর্থিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছর জুন থেকে তিনি জেল খাটছেন। কর ফাঁকি এবং ব্যাঙ্ক জালিয়াতি-সহ আরও একাধিক আর্থিক দুর্নীতির দায়ে কাল ম্যানাফোর্টকে ৪৭ মাস কারাদণ্ড দিল ভার্জিনিয়ার এক আদালত। একই সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানা এবং ২ কোটি ৪০ লক্ষ ডলার ক্ষতিপূরণও দিতে হবে ম্যানাফোর্টকে।

Advertisement

ম্যানাফোর্টের বিরুদ্ধে সব চেয়ে বিস্ফোরক সাক্ষ্য দিয়েছেন তাঁরই প্রাক্তন সহকারী রিক গেটস। মামলা চলছে রিকের বিরুদ্ধেও। ২০১৬-র প্রেসিডেন্ট ভোটে ট্রাম্পকে জিতিয়ে আনার ক্ষেত্রে মস্কোর হাত ছিল বলে অভিযোগ। এ নিয়ে তদন্ত করছেন স্পেশাল কাউন্সেল রর্বাট মুলার। ইতিমধ্যেই ট্রাম্প-ঘনিষ্ঠ ৬ জন উচ্চপদস্থ প্রাক্তন আধিকারিককে দোষী সাব্যস্ত করেছেন। তবে এঁরা সবাই যে ২০১৬-র দুর্নীতিতে জড়িত তেমন নয়। যেমন, ম্যানাফোর্টের বিরুদ্ধেই রুশপন্থী ইউক্রেনের কিছু রাজনীতিবিদের থেকে নেওয়া প্রায় সাড়ে পাঁচ কোটি ডলার কর ফাঁকি দিয়ে সাইপ্রাসের ব্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ, তার সঙ্গে ট্রাম্পের প্রচারের কোনও যোগ নেই বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement