International news

৯২,০০০ টাকা খরচ করে বিমানে কুমেরু জ্যোতি দেখলেন যাত্রীরা, দেখুন ভিডিও

ঠিক যেন সবুজ ঢেউ! কখনও ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছে তো কখনও তার উল্টো পথে চলেছে। অবাক করা এই কুমেরু জ্যোতি দেখার জন্যই ৯২,০০০ টাকা খরচ করলেন ১৩৪ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৮:৩০
Share:

অরোরা অস্ট্রেলিয়া বা কুমেরু জ্যোতি।

ঠিক যেন সবুজ ঢেউ! কখনও ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছে তো কখনও তার উল্টো পথে চলেছে। অবাক করা এই কুমেরু জ্যোতি দেখার জন্যই ৯২,০০০ টাকা খরচ করলেন ১৩৪ জন। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের দুনেদিন থেকে একটি চার্টার বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ওই ১৩৪ জন যাত্রীকে। যাত্রীরা টানা আট ঘণ্টা ধরে মুগ্ধ হয়ে দেখলেন সেই জ্যোতি।

Advertisement

অরোরা অস্ট্রালিস যা কুমেরু জ্যোতি বলেই আমাদের কাছে অধিক পরিচিত। গবেষণার জন্য নাসার এক প্লেনে একবার সেই জ্যোতি দেখার সুযোগ পেয়েছিলেন ওটাগো মিউজিয়ামের ডিরেক্টর ইয়ান গ্রিফিন। ইচ্ছা থাকলেও বরফে ঢাকা পৃথিবীর দক্ষিণ মেরুর সেই সবুজ আলো দেখার সুযোগ সাধারণ মানুষের নাগালের বাইরে। তখনই মাথায় আসে সাধারণ মানুষকেও তা দেখার সুযোগ করে দেওয়ার আইডিয়াটা। সেই ইচ্ছা পূরণ করতেই একটি বিমানের ব্যবস্থা করে ফেলেন গ্রিফিন।

দেখুন ভিডিও:

Advertisement

বোয়িং ৭৬৭ বিমান নিউজিল্যান্ড থেকে সমস্ত যাত্রীদের উড়িয়ে নিয়ে যাবে দক্ষিণ মেরুতে। আট ঘণ্টা সেখানে ওড়ার পর ফিরে আসবে নিউজিল্যান্ডেই। এই খবর ছড়িয়ে পড়ার পর মাত্র ৫ দিনেই ১৩৪টি আসনের টিকিটও বিক্রি হয়ে যায়। প্রতি টিকিটের মূল্য নেওয়া হয় ৯২,০০০ টাকা। যাতে কারও দেখতে অসুবিধা না হয়, তার জন্য শুধুমাত্র জানলার ধারের আসনগুলোই বিক্রি করা হয় বলে গ্রিফিন জানান। আট ঘণ্টার সেই উড়ান অবাক করে দেয় সমস্ত যাত্রীদের। মন ভরে দেখেন অবাক করা সেই সবুজ মেরুজ্যোতি।

আরও পড়ুন: আর এক ভ্রমণকেন্দ্র হতে চলেছে টাইটানিক!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন