INternational news

দেশে ফিরে যাও! বলেই ফের ভারতীয়কে গুলি আমেরিকায়, এবার কেন্টে

ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় ফের এক ভারতীয়ের উপরে হামলার ঘটনা ঘটল। শুক্রবার ওয়াশিংটনের কেন্ট শহরে বাড়ির বাইরেই ভারতীয় ওই শিখ ব্যক্তির উপর গুলি চালায় এক আততায়ী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ১০:৪২
Share:

প্রতীকী ছবি।

ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় ফের এক ভারতীয়ের উপরে হামলার ঘটনা ঘটল। শুক্রবার ওয়াশিংটনের কেন্ট শহরে বাড়ির বাইরেই ভারতীয় ওই শিখ ব্যক্তির উপর গুলি চালায় এক আততায়ী। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আততায়ীর খোঁজ করছে পুলিশ।

Advertisement

মাত্র ন’দিনের ব্যবধানে এই নিয়ে পরপর তিন ভারতীয়ের উপরে হামলা চালানো হল। তাঁদের মধ্যে শ্রীনিবাস কুচিভোটলা এবং হার্নিশ পটেলের মৃত্যু হলেও একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এই শিখ ব্যক্তি। আততায়ীর ছোড়া গুলি তাঁর বাঁ হাতে লেগেছে। গুলি চালানোর আগে আততায়ী বারবার চিৎকার করে তাঁকে নিজের দেশে ফিরে যেতে বলছিল। ঠিক যেমনটা শ্রীনিবাসের সঙ্গেও হয়েছিল। তাই প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই শিখ ব্যক্তিও বর্ণবিদ্বেষের শিকার।

পুলিশ সূত্রে খবর, ৩৯ বছরের শিখ ব্যক্তি ওই দিন বাড়ির বাইরে নিজের গাড়িতে কিছু কাজ করছিলেন। ঠিক সে সময়ই তাঁর সামনে আততায়ী চলে আসে। তার মুখের নীচের অংশ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তার কিছু কটূক্তিতে শিখ ব্যক্তির সঙ্গে বচস বেধে যায়। তার পরই পকেট থেকে বন্দুক বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটা তাঁর বাঁ হাতে লাগে। তিনি পুলিশকে জানান, আততায়ী তাঁর অপরিচিত। এর আগে কখনও এই এলাকায় তাকে দেখেননি। উচ্চতা ৬ ফুট। গুলি চালানোর সময় আততায়ী চিৎকার করে বলছিল, ‘‘নিজের দেশে ফিরে যাও।’’

Advertisement

আরও পড়ুন: বারাণসীই কুরুক্ষেত্র: মন্দিরে মন্দিরে মোদী, পথে রাহুল-অখিলেশ-মায়া

এই ঘটনার ঠিক একদিন আগে বৃহস্পতিবারই ৪৩ বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী হার্নিশকে সাউথ ক্যারোলাইনার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে তাঁর বাড়ির কাছেই গুলি করে খুন করা হয়। তারও কয়েক দিন আগে কানসাসের একটি বারের মধ্যেই গুলি চালানো হয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাসের উপরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন