রাজকন্যের দীক্ষা

বয়স মোটে ন’সপ্তাহ। এর মধ্যেই খ্রিস্টধর্মে দীক্ষিত হল প্রিন্সেস শার্লট। সানদ্রিনঘামের একটি চার্চে মা কেটের কোলে হাজির হয়েছিল রাজকুমারী। বাবা উইলিয়ামের সঙ্গে ছিল দাদা জর্জও। এই অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটেন রাজপরিবারের এক ঝাঁক সদস্য।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ১২:৫৩
Share:

রাজকন্যে।

বয়স মোটে ন’সপ্তাহ। এর মধ্যেই খ্রিস্টধর্মে দীক্ষিত হল প্রিন্সেস শার্লট। সানদ্রিনঘামের একটি চার্চে মা কেটের কোলে হাজির হয়েছিল রাজকুমারী। বাবা উইলিয়ামের সঙ্গে ছিল দাদা জর্জও। এই অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটেন রাজপরিবারের এক ঝাঁক সদস্য। চার্চে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আর্চবিশপ অফ ক্যান্টারবারি। ব্রিটেনের রাজসিংহাসনের চতুর্থ দাবিদার প্রিন্সেস শার্লট। ছবি: এএফপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement