International News

ঝড়ে টালমাটাল বিমান, পাইলটের কেরামতিতে রক্ষা, ভিডিও ভাইরাল

ইউটিউবে গত ১৮ জানুয়ারির এমন বেশ কয়েকটি বিমানের অবতরণের ভিডিও শেয়ার করেছেন ওই প্লেন-স্পটার। ৯ মিনিটের ওই ভিডিওর ক্যাপশনে হোভেল লিখেছেন, ‘‘কয়েকজন পাইলট অসাধারণ কৌশল দেখিয়েছেন এমন ভয়াবহ পরিস্থিতিতে’’।

Advertisement

সংবাদ সংস্থা

ডুসেলডর্ফ, জার্মানি শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ১৬:৩৬
Share:

ঝড়ের মধ্যেই বিমানের অবতরণ। ছবি: ইউটিউবের সৌজন্যে।

প্রকৃতির রোষ। প্রায় ১২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন। সেই ঝড়ের দাপটে টালমাটাল বিমান। হ্যারিকেনের এমন দাপট সামলে যে ভাবে বিমানের অবতরণ ঘটালেন পাইলট, রক্ষা করলেন অসংখ্য যাত্রীর প্রাণ, তা দেখলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে হোঁচট খেতে পারেন!

Advertisement

জার্মানি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকটি বিমান অবতরণের এমনই রুদ্ধশ্বাস ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন এক জার্মান প্লেন স্পটার। শখপূরণে যাঁরা বিমানের গতিবিধিতে নজরদারি চালান, তাঁদেরকেই এয়ারক্রাফ্ট স্পটার বা প্লেন স্পটার বলা হয়। সাধারণত ভিডিওগ্রাফি বা ছবি তুলে রেখে এই কাজ করেন উত্সাহীরা। জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরে এমনই ভিডিও ধরা পড়েছে হান্স ভান ডেন হোভেল নামে এক প্লেন স্পটারের ক্যামেরায়।

ইতালির বোলগনা থেকে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরে নামার সময় ঝড়ের দাপটে পড়েছিল একটি ছোট ইউরোউইং প্যাসেঞ্জার এয়ারক্রাফ্ট। ঠিক নামার সময়ই ঘটে বিপত্তি। ঝড়ের দাপটে বিমানের ডানা বেঁকে, প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। পরিস্থিতি এমন হয়েছিল যে, রানওয়ের সঙ্গে একেবারে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করছিল বিমানটি। কিন্তু পাইলটের অসাধারণ কৌশলে সেই বিমানটি যে ভাবে মাটি ছুঁতে পেরেছে, তা দেখলে আপনি শিউরে উঠবেন।

Advertisement

দেখুন সেই রুদ্ধশ্বাস ভিডিও।

আরও পড়ুন, ঘুম ভাঙল অস্বস্তিতে, মহিলার পায়ের নীচে পাইথন!

আরও পড়ুন, ইউরোপে ঝড়ের দাপট, উড়ছে টয়লেট, মানুষও!

গত ১৮ জানুয়ারির এমন বেশ কয়েকটি বিমান অবতরণের ভিডিও ইউটিউবে শেয়ার করেছেন ওই প্লেন-স্পটার। ৯ মিনিটের ওই ভিডিওর ক্যাপশনে হোভেল লিখেছেন, ‘‘কয়েকজন পাইলট অসাধারণ কৌশল দেখিয়েছেন এমন ভয়াবহ পরিস্থিতিতে’’।

এই ভিডিও কিন্তু নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন