International news

আমার সঙ্গে খেল, আবদারে ন্যানির পা জড়িয়ে ধরল পান্ডা

উফ! বাচ্চাটাকে নিয়ে আর পারা যায় না! শান্তিতে একটা কাজও করতে দিচ্ছে না! সারাক্ষণ পা ধরে ঝুলে রয়েছে। এই সাত সকালে ওর সঙ্গে নাকি খেলতে হবে। বোঝো আবদার! ছোট্ট এক পান্ডাকে সামলাতে গিয়ে এ ভাবেই হিমশিম খেলেন এক ব্যক্তি। তিনি ওই পান্ডার ন্যানি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৯
Share:

পা জড়িয়ে ধরে আছে পান্ডা

উফ! বাচ্চাটাকে নিয়ে আর পারা যায় না! শান্তিতে একটা কাজও করতে দিচ্ছে না! সারাক্ষণ পা ধরে ঝুলে রয়েছে। এই সাত সকালে ওর সঙ্গে নাকি খেলতে হবে। বোঝো আবদার! ছোট্ট এক পান্ডাকে সামলাতে গিয়ে এ ভাবেই হিমশিম খেলেন এক ব্যক্তি। তিনি ওই পান্ডার ন্যানি।

Advertisement

দু’দিন আগেই পান্ডার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আইপান্ডা নামে একটি সংস্থা। দু’দিনেই তা ১১ কোটি ৭০ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আর প্রত্যেকেই পান্ডার এই কান্ড দেখে অবাক। ঠিক যেন কোনও মানব শিশু খেলার জন্য বায়না ধরেছে।

আরও পড়ুন: একাই নানা প্রজাতির ডিম পাড়বে এই মুরগি

Advertisement

পান্ডার বায়নার ঠেলায় কি শেষমেশ তার সঙ্গে খেলতে বাধ্য হলেন ওই ন্যানি? ভিডিওতেই দেখে নিন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement