Russia-Ukraine War

আকাশসীমায় ঢুকলেই ধরব! ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হাঙ্গেরি যাওয়ার কথা উঠতেই পুতিনকে হুঁশিয়ারি পোল্যান্ডের

হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার জন্য যাতে পোল্যাল্ডের আকাশসীমা ব্যবহার না-করেন রুশ প্রেসিডেন্ট, সতর্ক করলেন সে দেশের বিদেশমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৮:৪৬
Share:

(বাঁ দিকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের মূল বিষয়ই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কিন্তু সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার জন্য পুতিনকে তাদের আকাশসীমা ব্যবহার না-করার ব্যাপারে সতর্ক করল পোল্যাল্ড। যদি অন্যথা হয় তবে পুতিনকে গ্রেফতার করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি।

Advertisement

হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক। আদৌ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ হবে কি? অনেকের মতে, ট্রাম্প-পুতিন বৈঠকে মিলতে পারে কোনও রফাসূত্র। যদিও একাংশের মতে, বৈঠকই সার। তবে সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই তাঁকে সতর্ক করে দিল পোল্যান্ড। সিকোরস্কি জানিয়েছেন, তিনি আশাবাদী এ ব্যাপারে অবগত রুশ প্রশাসন। সেই কথা মাথায় রেখেই পুতিনের যাত্রাপথ ঠিক করা হবে।

২০২২ সালে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অভিযোগ, ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধ ভাবে বিতাড়ন করেছিলেন পুতিন। আইসিসির জারি করা পরোয়ানা অনুসারে, আদালতে সদস্য দেশগুলির ভূখণ্ডে যদি পুতিন পা রাখেন, তবে তাঁকে গ্রেফতার করা হবে। যদিও রাশিয়া কখনওই আইসিসি-র এক্তিয়ারকে স্বীকৃতি দেয়নি। শুধু তা-ই নয়, পুতিনের বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছে রুশ প্রশাসন। তবে সেই গ্রেফতারি পরোয়ানার কথা মনে করিয়ে দিলেন পোল্যান্ডের বিদেশমন্ত্রী।

Advertisement

হাঙ্গেরির সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভাল। সে দেশের সরকার আগেই জানিয়ে রেখেছে, যদি হাঙ্গেরিতে ট্রাম্প-পুতিন বৈঠক হয়, তবে তারা রুশ প্রেসিডেন্টের আসা-যাওয়া নিরাপদ করার ব্যবস্থা করবে। তবে বৈঠকটি কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

দ্বিতীয় বার আমেরিকার কুর্সিতে বসার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে তিনি দাবি করেছিলেন, ক্ষমতায় এলে অনায়াসে এই যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু দফায় দফায় পুতিন ও জ়েলেনস্কির সঙ্গে আলোচনাই সার। এখনও যুদ্ধ নিয়ে দুই দেশের সমঝোতা হয়নি। কখনও ট্রাম্প মেজাজ হারিয়েছেন। কখনও ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করেছেন। তবে এখনও কোনও সমাধানসূত্র বার হয়নি।

সম্প্রতি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। সূত্রের খবর, রুশ প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্ত আরোপ করেছেন। তিনি স্পষ্ট দাবি করেছেন, ইউক্রেনের ডনবাস এলাকার দখল চায় রাশিয়া। পরে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও বৈঠকে বসেছিলেন ট্রাম্প। অনেকের মতে, পুতিনের প্রস্তাব জ়েলেনস্কির সামনে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি পরে এ-ও দাবি করে, ইউক্রেনের বিতর্কিত ডনবাস অঞ্চলটি রাশিয়া এবং ইউক্রেন নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া ছাড়া যুদ্ধ বন্ধের আর কোনও উপায় খুঁজে পাচ্ছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement