(বাঁ দিকে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক (ডান দিকে)। —ফাইল ছবি।
ইউক্রেনের পরে এ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডে সামরিক অভিযানের ঘোষণা করতে পারেন বলে আশঙ্কা সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের! সম্ভাব্য হামলা ঠেকাতে তাই পোল্যান্ডের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানালেন তিনি!
টাস্ক জানান, রাশিয়ার সেনা-সংখ্যা ১৩ লক্ষেরও বেশি। তাদের ঠেকাতে নিয়মিত এবং সংরক্ষিত বাহিনী মিলে অন্তত পাঁচ লক্ষের বাহিনী গড়তে চান তিনি। এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমরা এই বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই, যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজ়ার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবিলায় যথেষ্ট সক্ষম হয়।’’
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর মিত্ররাষ্ট্র বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণার পরে প্রতিবাদে সরব হয়েছিলেন টাস্ক। ‘আন্তর্জাতিক পরমাণু অস্ত্র সংবরণ’ নীতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন পুতিনের বিরুদ্ধে। বস্তুত, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য পোল্যান্ড যুদ্ধের গোড়া থেকেই ভলোদিমির জ়েলেনস্কির সেনাকে মদত দিয়েছে। পাশাপাশি, রুশ হামলায় ঘরছাড়া ইউক্রেনের বহু নাগরিক সে দেশে ঠাঁই পেয়েছেন। এই আবহে সম্ভাব্য রুশ হামলার মোকাবিলায় পোল্যান্ড সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি)-র ৪.৭ শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার পরিকল্পনা করছে বলেও জানান টাস্ক।