International news

২ লক্ষ ৭০ হাজার ডলারে বিক্রি হল ট্রাম্পের লাল ফেরারি

২ লক্ষ ৭০ হাজার ডলারে বিক্রি হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের ফেরারি গাড়ি! এফ৪৩০ মডেলের লাল ফেরারি গাড়িটি ২০১১ সালে খুব শখ করে কিনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার প্রেসিডেন্টের সাধের সেই গাড়িটিই নিলাম হয়ে গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১৮:০৮
Share:

প্রতীকী ছবি।

২ লক্ষ ৭০ হাজার ডলারে বিক্রি হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের ফেরারি গাড়ি! এফ৪৩০ মডেলের লাল ফেরারি গাড়িটি ২০১১ সালে খুব শখ করে কিনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার প্রেসিডেন্টের সাধের সেই গাড়িটিই নিলাম হয়ে গেল।

Advertisement

রবিবার মিয়ামির ফোর্ট লওডারডেল সেন্টারে গাড়িটির নিলাম উপলক্ষে গাড়ি প্রেমিকরা হাজির হয়েছিলেন। সেখানেই ২ লক্ষ ৭০ হাজার ডলারে গাড়িটি এক ব্যক্তি কিনে নিয়েছেন বলে জানান অকশনস আমেরিকার মুখপাত্র অ্যামি ক্রিস্টি। তবে ক্রেতার নাম-পরিচয় গোপন রেখেছেন তিনি।

অ্যামি জানান, প্রেসিডেন্টের গাড়ি হওয়ার দরুণ গাড়িটি এখন সেলিব্রিটি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তা যদি না হত তা হলে তার অবস্থা এবং মাইলেজের উপর নির্ভর করে দাম ১ লক্ষ ২৫ হাজার- ১ লক্ষ ৭৫ হাজার ডলারের মধ্যে থাকত।

Advertisement

আরও পড়ুন: টানা ৯ মিনিট ধরে নড়তে থাকে এই পাথর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement