Advertisement
৩০ এপ্রিল ২০২৪
International News

টানা ৯ মিনিট ধরে নড়তে থাকে এই পাথর! দেখুন ভিডিও

ছোট্ট একটা পাথর। রাস্তায় পড়ে থাকা সাধারণ পাথরের মতোই দেখতে। কিন্তু এর অসাধারণ ক্ষমতা সারা বিশ্বকে চমকে দিয়েছে। পাথরটির ক্ষমতা দেখার পর আপনাকেও গালে হাত দিয়ে ভাবতে হবে, এমনটাও হতে পারে!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১৭:৫০
Share: Save:

ছোট্ট একটা পাথর। রাস্তায় পড়ে থাকা সাধারণ পাথরের মতোই দেখতে। কিন্তু এর অসাধারণ ক্ষমতা সারা বিশ্বকে চমকে দিয়েছে। পাথরটির ক্ষমতা দেখার পর আপনাকেও গালে হাত দিয়ে ভাবতে হবে, এমনটাও হতে পারে!

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন উত্তর চিনের সিজিয়াঝুায়াং শহরের বাসিন্দা ইয়াং জিয়ান। সেই সময় রাস্তায় পড়ে থাকা একটা পাথর তাঁর পায়ে ঠেকে। পাথরটা তুলে আবার ফেলে দেন তিনি। ইয়াং বলেন, “পাথরটার দিকে লক্ষ্য করে দেখি সেটা নড়ছে। বিশ্বাস হয়নি প্রথমে। ফের সেটাকে তুলে আবার ফেলে দিয়ে পরীক্ষা করি। দেখি একই কাণ্ড। পাথরটার নড়া বন্ধ হচ্ছিল না!”

আরও পড়ুন: সোমালিয়া উপকূলের কাছে জলদস্যুদের হাতে অপহৃত ইন্ডিয়ান অয়েলের জাহাজ

৯ মিনিট ধরে পাথর নড়ছে! হ্যাঁ, এটাই সত্যি। আর এই ক্ষমতার জন্য পাথরটি গিনেজ রেকর্ডও করেছে।

পাথরটি কেন এ রকম নড়ছে?

হেবেই জিও ইউনিভার্সিটির প্রধান লুয়ান ওয়েনলু জানান, পাথরটির নীচের ভাগে কোনও ছিদ্র নেই। ফলে নীচের ভাগের ঘনত্ব বেশি। পাথরের উপরিভাগে ছিদ্র থাকায় ঘনত্ব কম। ফলে সমস্ত শক্তি কেন্দ্রীভূত হচ্চে নীচের ভাগে। সে কারণেই পাথরটি নড়তে থাকে।

ভিডিওটি দেখুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dancing Stone China Guiness World Record
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE