International

‘জঘন্য হলেও প্রেসিডেন্ট হিসেবেই চলে যাচ্ছি!’ ট্রাম্পকে তির ওবামার

চূড়ান্ত অসৌজন্যের জবাবেও অসম্ভব সৌজন্যেরই পরিচয় দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষেরও জবাব দিলেন তিনি তাঁর স্বভাবোচিত সৌজন্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ১৮:২৩
Share:

চূড়ান্ত অসৌজন্যের জবাবেও অসম্ভব সৌজন্যেরই পরিচয় দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষেরও জবাব দিলেন তিনি তাঁর স্বভাবোচিত সৌজন্যে।

Advertisement

ট্রাম্প টুইট করে বলেছিলেন, ‘‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট হিসেবেই চলে যেতে হচ্ছে বারাক ওবামাকে।’’

তারই জবাবে ‘মিন টুইট্‌স’ নামে একটি টেলিভিশন শো’য়ে ওবামা বলেছেন, ‘‘সত্যি? জঘন্যতম হলেও আমি অন্তত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবেই বিদায় নিচ্ছি!’’ যার মর্মার্থ, ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারছেন না!

Advertisement

পরে ওই অনুষ্ঠানেই আরও স্পষ্ট করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটু ঠাট্টা করা যাক।এই যে আমার স্ত্রী মিশেল এই নির্বাচনটা এত তারিয়ে তারিয়ে উপভোগ করতে শুরু করেছে, এই যে আমরা এই নির্বাচনটায় ক্রমশ জড়িয়ে পড়তে শুরু করেছি, তার কারণ শুধু এটাই নয় যে, হিলারি ক্লিন্টন এ বার খুব ভাল এক জন মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন, তার কারণ এটাও, গোটা নির্বাচন প্রক্রিয়াটা কী ভাবে চালাতে হয়, ট্রাম্পের চেয়ে সেটা অনেক ভাল ভাবে দেখাতে পেরেছেন হিলারি।’’

আরও পড়ুন- আফগান গার্ল ধরা পড়লেন পেশোয়ারে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement