জেল পালাতে গিয়ে শৌচালয়ের পাইপে আটকে গেল কয়েদি

জেল থেকে পালাতে গিয়ে যে এত বড় মাশুল দিতে হবে তা বোধহয় কল্পনাতেও আনতে পারেনি এক কয়েদি। অনেক সময়ই শোনা যায়, সুড়ঙ্গ কেটে, পাঁচিল টপকে জেল থেকে পালিয়েছে কয়েদি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ১৩:২৩
Share:

এই সেই কয়েদি।

জেল থেকে পালাতে গিয়ে যে এত বড় মাশুল দিতে হবে তা বোধহয় কল্পনাতেও আনতে পারেনি এক কয়েদি। অনেক সময়ই শোনা যায়, সুড়ঙ্গ কেটে, পাঁচিল টপকে জেল থেকে পালিয়েছে কয়েদি। বিদেশে এ রকম হামেশাই শোনা যায়। সে রকমই পরিকল্পনা করেছিল ব্রাজিলের এক জেলখানার কয়েদি। তবে কোনও সুড়ঙ্গ, পাঁচিল নয়, ওই কয়েদি জেলখানার শৌচালয়ের পাইপের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করে। ভেবেছিল পরিকল্পনা ঠিকঠাক কাজ করলেই কেল্লা ফতে। সবে মাত্র পাইপের ভিতর নিজের শরীরের অর্ধেকটা গলানোর পরেই আটকে যায় শরীর। অনেক নড়াচড়া, চেষ্টা করেও আর নিজেকে বের করতে পারেনি সে। এই অবস্থা দেখতে পায় আরও দুই কয়েদি। তত ক্ষণে সারা জেলে হল্লা পড়ে গিয়েছে। অবশেষে তাকে পা ধরে টেনে বের করা হয়। এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

ভিডিওটি দেখতে ক্লিক করুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement