Imran Khan

ইমরান সমর্থকদের বিক্ষোভের জেরে আবার অশান্তি পাকিস্তানে, ধৃত শতাধিক, জারি ১৪৪ ধারা

২০২৩ সালের হিংসায় জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ফয়সলাবাদের বিশেষ আদালত ইমরান, পিটিআই-এর পার্লামেন্টের নেতা ওমর আয়ুব-সহ ২০০ জন নেতা-কর্মীকে ১০ বছরের জেলের সাজা দিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ২৩:৪৮
Share:

প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর বিক্ষোভের জেরে অশান্তি ছড়াল লাহৌর-সহ বিভিন্ন শহরে। ছবি: রয়টার্স।

পাকিস্তানের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর বিক্ষোভের জেরে অশান্তি ছড়াল লাহৌর, বহয়ালপুর, পেশোয়ার-সহ বিভিন্ন শহরে। পরিস্থিতি সামলাতে জারি করতে হল ১৪৪ ধারা। মঙ্গলবার পিটিআইয়ের শতাধিক কর্মীকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

২০২৩ সালের হিংসায় জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ফয়সলাবাদের বিশেষ আদালত ইমরান, পিটিআই-এর পার্লামেন্টের নেতা ওমর আয়ুব-সহ ২০০ জন নেতা-কর্মীকে ১০ বছরের জেলের সাজা দিয়েছিল। তার পরেই প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের অনুগামীরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ইমরান।

প্রধানমন্ত্রী থাকাকালীন আইন ভেঙে বিদেশি উপহার আত্মসাতের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় ২০২৩ সালের ৫ অগস্ট থেকে ইমরান কারাবন্দী। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। তাঁর বিরুদ্ধে ২০২৩ সালের ৯-১০ মের হিংসায় মদতের অভিযোগও প্রমাণিত হয়েছে। এ ছাড়া চলছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা।

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে ইমরানের গ্রেফতারির পরে তাঁর সমর্থকেরা ধারাবাহিক ভাবে হামলা চালিয়েছিলেন পাক সেনার উপর। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতর, পাক সেনার লাহৌরের কোর কমান্ডারের বাড়ি, করাচি, পেশোয়ারের সেনাশিবির আক্রান্ত হয়েছিল। তছনছ করা হয়েছিল কয়েক জন সেনাকর্তার বাসভবন। এমনকি, গুলিও চালানো হয়েছিল সেনার উপর। ওই ঘটনায় অশান্তি বাধানোর অভিযোগে হাজারেরও বেশি ইমরান-সমর্থককে গ্রেফতার করেছিল পাক সেনা, রেঞ্জার্স এবং পুলিশবাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement