New Kim

উড়তে ওস্তাদ ‘নিউ কিম’ নিলামে বিক্রি হল ১৪ কোটি টাকায়

পায়রার দাম নিয়েই এখন চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।  

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসেল শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৪:২১
Share:

এই পায়রার নাম নিউ কিম। ছবি— রসটার্স।

ওড়ার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয় সে। একাধিক খেতাবও রয়েছে তার মুকুটে। নাম তার নিউ কিম। এই স্ত্রী পায়রাটিকে বিক্রির জন্য নিলাম হয়েছিল রবিবার। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিনা ব্যক্তি রেকর্ড দামে কিনেছেন পায়রাটিকে। পায়রার দাম নিয়েই এখন চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

অনলাইনে নিলামটির আয়োজন করেছিল পিপা নামের একটি সংস্থা। নিউ কিমের দাম রাখা হয়েছিল মাত্র ২০০ ইউরো। কিন্তু নিলামে শেষ পর্যন্ত তার দাম উঠেছে ১৬ লক্ষ ইউরো বা ১৯ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় ওই পায়রাটির দাম ১৪ কোটি ১৬ লক্ষ টাকা। নিউ কিমের দাম নিয়ে পিপা-র চেয়ারম্যান নিকোলাস গিসেলব্রেচ বলেছেন, ‘‘আমার মনে হয় এটা বিশ্ব রেকর্ড। এত দামে বিক্রি হবে, তা আমরা সত্যিই ভাবিনি।’’ গত বছর আর্মান্দো নামের একটি পুরুষ পায়রা বিক্রি হয়েছিল সাড়ে ১২ লক্ষ ইউরোতে।

নিউ কিম ২০১৮-য় জিতেছিল ‘এস পিজিয়ন গ্র্যান্ড ন্যাশনাল মিডল ডিসট্যান্স’ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছিল ফ্রান্সে। এই প্রতিযোগিতা জেতার পরই বিশ্বের নজরে এসেছিল সে।

Advertisement

আরও পড়ুন: হ্যারি পটারের ঢঙে ‘ব্রুমস্টিক স্কুটার’ নিয়ে ব্রাজিলের রাস্তা মাতাচ্ছেন ২ যুবক

আরও পড়ুন: ফেলে দেওয়া জিনিস থেকে ইলেকট্রিক গাড়ি, ডাচ ছাত্রদের ‘কাটুম কুটুম’-এ চর্চা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন