পয়লা বৈশাখের অনুষ্ঠানে এ বার হামলার আশঙ্কা করছে বাংলাদেশ সরকার। তাই নববর্ষের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় সব থেকে বড় অনুষ্ঠানটি হয় ছায়ানটের পরিচালনায়, ‘রমনার বটমূলে’। এ বার তার ৪৯ বর্ষপূর্তি। দেশবাসীর একাংশ এই সিদ্ধান্তে অখুশি হলেও ছায়ানটের প্রধান তথা বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ সনজিদা খাতুন অবশ্য সরকারের পক্ষেই দাঁড়িয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি আজ বলেন, ‘‘সরকার নির্দিষ্ট খবরের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে।’’
তথ্য ও ছবি : বাপি রায়চৌধুরী