বাকিংহাম প্রাসাদে হানা মূষিক বাহিনীর

খবর পৌঁছেছে রানির কানেও। তলব করা হয়েছে কাউন্সিলের বিশেষজ্ঞদের। তবে তাঁরা বিষ ছড়িয়েও বিশেষ কিছু করে উঠতে পারেননি।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ০৪:২১
Share:

রয়টার্সয়ের তোলা ফাইল চিত্র।

রাজপ্রাসাদের হেঁসেলেও সেঁধিয়েছে তাদের বাহিনী! যা শুনে নাকি আঁতকে উঠেছেন খোদ রানি দ্বিতীয় এলিজ়াবেথ। ব্রিটেনের একটি পত্রিকার তেমনটাই দাবি। তারা জানিয়েছে, বাকিংহাম প্রাসাদের রান্নাঘরে প্রায়শই দেখা মিলছে মূষিক দলের। কর্মীরা অতিষ্ঠ হয়ে ডাক দিয়েছেন পোকামাকড় নিধন বাহিনীকে।

Advertisement

খবর পৌঁছেছে রানির কানেও। তলব করা হয়েছে কাউন্সিলের বিশেষজ্ঞদের। তবে তাঁরা বিষ ছড়িয়েও বিশেষ কিছু করে উঠতে পারেননি। কারণ মেটে রঙা মূষিক বাহিনী বিষও হজম করে ফেলছে! পত্রিকা সূত্রে খবর, প্রাসাদের নিচু তলার কর্মীরা বলছেন, আসতে যেতে ইঁদুরদের দেখা আজকাল তাঁদের গা-সওয়া হয়ে গিয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, লন্ডনের বেশির ভাগ পুরনো বাড়িতেই ইঁদুর নিয়ে সমস্যা রয়েছে। আর নিধন-বাহিনী কিছু করতে পারছে না কারণ বিষের সঙ্গে তারা ভালই মানিয়ে-গুছিয়ে নিয়েছে। প্রাসাদের এক কিলোমিটার দূরে ইটন স্কোয়ারের বাসিন্দারা এ বছরের গোড়াতেই মূষিক আক্রমণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁরাও দুষেছেন ওই অংশের ভবনগুলোর কাঠামোকে।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন