Papua National Liberation Army

‘এক সপ্তাহে খুন করেছি ১৭ জন ছদ্মবেশী সেনাকে’! ইন্দোনেশিয়ার পাপুয়ার বিদ্রোহীদের দাবি

১৯৬৯ সালে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিতর্কিত গণভোটের মাধ্যমে নেদারল্যান্ডসের হাত থেকে পাপুয়া অঞ্চল ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে এসেছিল। তার পর সেখানে অশান্তির সূচনা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২২:৩০
Share:

১৭ জন ছদ্মবেশী সেনাকে খুনের দাবি করেছে পাপুয়ার বিদ্রোহী গোষ্ঠী। ছবি: সংগৃহীত।

এক সপ্তাহের মধ্যে ১৭ জন ছদ্মবেশী সেনাকে খুনের দাবি করল ইন্দোনেশিয়ার পাপুয়ার বিদ্রোহী গোষ্ঠী। তাদের দাবি, প্রকাশ্যে সোনার খনির শ্রমিকের কাজ করলেও পরিচয় গোপনকারী ওই সেনারা গোপনে ‘স্বাধীনতার লড়াইয়ে’ অন্তর্ঘাত করার চেষ্টা চালাচ্ছিলেন।

Advertisement

‘পশ্চিম পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি’ (যা সে দেশে ‘টিপিএনপিবি’ নামে পরিচিত)-র মুখপাত্র সেবি সাম্বম বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘‘বিদ্রোহীরা ৬ এপ্রিল থেকে ১৭ জনেরও বেশি ছদ্মবেশী সেনাকে হত্যা করেছে।’’ তবে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর দাবি, যাঁদের খুন করা হয়েছে তাঁরা সকলেই সাধারণ খনিশ্রমিক। ছদ্মবেশী সেনা নন।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিতর্কিত গণভোটের মাধ্যমে নেদারল্যান্ডসের হাত থেকে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ পাপুয়া অঞ্চল ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে এসেছিল। তার পর থেকে, স্বাধীনতার জন্য পাপুয়ায় নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ধারাবাহিক সংঘর্ষ চলছে। টিপিএনপিবি, ফ্রি পাপুয়া মুভমেন্টের মতো স্বাধীনতাপন্থী সংগঠনগুলিকে ইন্দোনেশিয়া সরকার ‘সন্ত্রাসবাদী সংগঠন’ বলে চিহ্নিত করে সেনা অভিযান চালাচ্ছে সে দেশে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement