Iran Israel Conflict

ইরানে বাংলাদেশি দূতাবাসের কর্তার বাড়ি গুঁড়িয়ে গেল ইজ়রায়েলি আক্রমণে!

ইরান-ইজ়রায়েল সংঘর্ষের মাঝে ভেঙে গুঁড়িয়ে গেল তেহরানে বাংলাদেশ দূতাবাসের আধিকারিকের বাড়ি। গত শুক্রবার থেকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে ইরানের রাজধানী তেহরান এবং সংলগ্ন অঞ্চলে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৫:৪৬
Share:

ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের রাস্তা। —ফাইল চিত্র।

ইরানে বাংলাদেশি দূতাবাসের এক আধিকারিকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেল ইজ়রায়েলি হামলায়! গত শুক্রবার থেকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ চলছে। দু’দেশই একে অন্যের উপর হামলা চালাচ্ছে। ইরানের রাজধানী তেহরান এবং সংলগ্ন বিভিন্ন অঞ্চলে হামলা হচ্ছে বলে অভিযোগ ইরানের। ‘বিবিসি বাংলা’র প্রতিবেদন অনুসারে, তেহরানে বাংলাদেশি দূতাবাসে কর্মরত আধিকারিকদের বাসভবনেও হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

তেহরানে বাংলাদেশের দূতাবাসের কর্তারা মূলত থাকেন জর্ডন নামে একটি এলাকায়। তেহরানের তিন নম্বর জেলার মধ্যে পড়ে এই জায়গাটি। ‘বিবিসি বাংলা’কে ইরানে বাংলাদেশি দূতাবাসের আধিকারিক ওয়ালিদ ইসলাম বলেন, “আমার বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।” ওয়ালিদ ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। ইজ়রায়েলি আক্রমণের সময় তিনি বাড়িতে ছিলেন না।

তেহরানে কর্মরত বাংলাদেশি দূতাবাসের ওই কর্তার দাবি, শুধু তাঁর বাড়িই নয়, আশপাশে আরও অনেকগুলি বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। কূটনীতিকদের কয়েকটি বাড়িই আপাতত টিকে রয়েছে ওই এলাকায়। বস্তুত, ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে আগেই কূটনীতিকদের অন্যত্র সরে যেতে বলা হয়েছিল। সেইমতো তাঁরা বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে তেহরানের অন্য এলাকায় সরে যান।

Advertisement

গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েলি সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তার পর থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ইজ়রায়েল এবং ইরান উভয়েরই তাদের সাধারণ নাগরিকদের উপর হামলার অভিযোগ তুলেছে অপর পক্ষের বিরুদ্ধে।

উদ্ভূত পরিস্থিতি ইরানে বসবাসকারী ভারতীয়দের তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লিও। গত মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, তেহরানের ভারতীয় দূতাবাসের সহায়তায় ওই শহর থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের পক্ষে সম্ভব, তাঁদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সত্বর তেহরান ছাড়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement