রোহিঙ্গা শিবিরে বাসা বাঁধছে রোগ

গত ২৫ অগস্ট রোহিঙ্গা জঙ্গিরা বড়সড় হামলা করে পুলিশ ফাঁড়িতে। তার পর থেকেই ‘সাফাই অভিযান’ শুরু করেছে মায়ানমার সেনা। প্রাণে বাঁচতে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে সাধারণ রোহিঙ্গারা। তাঁদের কথায়, ‘‘ওখানে থাকলে ওরা জ্যান্ত পুড়িয়ে মারবে। পালাতেই হতো।

Advertisement

সংবাদ সংস্থা

ইয়াঙ্গন শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৪০
Share:

প্রতীকী ছবি।

মাঝেমধ্যেই ভেসে আসছে গুলির শব্দ। পাহাড়ের আড়াল থেকে আকাশ ঢাকছে কালো ধোঁয়া। থেকে-থেকে নাকে আসছে পোড়া চামড়ার কটু গন্ধ। সীমান্তের ও-পারে জ্বলছে গ্রামকে গ্রাম। আর এ-পারে স্রোতের মতো ঢুকছে মানুষ। উপচে যাচ্ছে রোহিঙ্গা-শিবির। দানা বাঁধছে সংক্রামক রোগের আতঙ্ক।

Advertisement

গত ২৫ অগস্ট রোহিঙ্গা জঙ্গিরা বড়সড় হামলা করে পুলিশ ফাঁড়িতে। তার পর থেকেই ‘সাফাই অভিযান’ শুরু করেছে মায়ানমার সেনা। প্রাণে বাঁচতে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে সাধারণ রোহিঙ্গারা। তাঁদের কথায়, ‘‘ওখানে থাকলে ওরা জ্যান্ত পুড়িয়ে মারবে। পালাতেই হতো। ওরা রোহিঙ্গাদের মেরে তাড়াবে।’’

রাষ্ট্রপুঞ্জের এক স্বাস্থ্যকর্মী জানাচ্ছেন, শুধু শনিবারই গুলির ক্ষত নিয়ে শিবিরে পৌঁছেছেন ৫০-এরও বেশি শরণার্থী। এখন তাঁরা কক্সবাজারে হাসপাতালে। যাঁরা নদীপথে বাংলাদেশি গ্রাম ‘শাহ পরির দ্বীপ’-এ এসে পৌঁছেছেন, তাঁরাও বলছেন লাগাতার বোমা বিস্ফোরণে জখম হয়েছেন অনেকে। জীবন্ত পুড়ে মারা গিয়েছেন বহু সাধারণ রোহিঙ্গা।

Advertisement

দেখভালের দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবী কর্মীর কথায়, ‘‘শরণার্থীদের চিকিৎসায় আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। তা ছাড়া অপুষ্টি, নানা সংক্রামক রোগ তো রয়েইছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন